Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

আসন্ন আইপিএলে খেলতে পারবেনকী বেন স্টোকস?

নাইট ক্লাবেমারামারি করেগ্রেপ্তারহওয়ার পরইংল্যান্ডজাতীয় দলেফেরা এখন পর্যন্ত অনিশ্চিত হলেওইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)খেলতে কোনো বাধা নেই অল-রাউন্ডারবেন স্টোকসের। টুর্নামেন্ট খেলারসিদ্ধান্ত বেন স্টোকসের একান্ত নিজস্ববলে মন্তব্য করেছেন ইসিবির প্রধাননির্বাহী টম হ্যারিসন।অনির্দিষ্টকালের জন্য বহিস্কৃত এইতারকা পেস বোলিং অল-রাউন্ডার এখননিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেখেলছেন।ইএসপিএনক্রিকইনফোর কাছে টমহ্যারিসন বলেছেন, 'বেন নিউজিল্যান্ডেখেলার জন্য এনওসি চেয়েছিল, আমরাতাকে দিয়েছি। সে আইপিএলে খেলবেকিনা সেটা তার একান্ত ব্যক্তিগতব্যাপার। আমরা হয়ত তাকে বলতে পারি,আমরা চাইনা তুমি যাও। কিন্তু আমিমনে করি নিউজিল্যান্ডে খেলার জন্যযেহেতু তাকে এনওসি দেওয়া হয়েছে,তাই বিশ্বের অন্য প্রান্তের লিগের জন্যতাকে আটকানোর কোনো কারণ নেই। '২০১৭ সালে রাইজিং পুনেসুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেনস্টোকস। স্টিভেন স্মিথ-মহেন্দ্র সিংধোনির দল তাকে ১৪.৫ কোটি রুপিররেকর্ড মূল্যে কিনে নিয়েছিল। ১২ ম্যাচে৩৬১ রান আর ১২ উইকেট নিয়ে টাকারঅংকটার যথার্থ মূল্যায়ন করতেপারেননি স্টোকস। তবে 'মোস্টভ্যালুয়েবল প্লেয়ার' এর অ্যাওয়ার্ডটিওউঠেছিল তার হাতে।কিন্তু এবারও আইপিএলের বাজারে যেতার আকাশছোঁয়া মূল্য হাঁকানো হবে তাবলাই বাহুল্য।গত সেপ্টেম্বরে ব্রিস্টলে মারমারিতেজড়িয়ে নিষিদ্ধ হওয়ার পর এখন পর্যন্তকোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নিস্টোকসের। নিষিদ্ধ থাকা সত্ত্বেওস্টোকস ডাক পেয়েছিলেন ইংল্যান্ডেরঅ্যাশেজ স্কোয়াডে। আইনি কারণেখেলা হয়নি তার। কিছুদিন আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচেরওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ডস্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। সেইস্কোয়াডেও রয়েছে বেন স্টোকসের নাম।কিন্তু তার খেলার সম্ভাবনা খুবই কম।

Post Top Ad

Your Ad Spot

Pages