Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

প্রথম ডেটের ক্ষেত্রে ছেলেদের নিষিদ্ধ যে ১০টি জিনিস

স্কুল অথবা কলেজের সব থেকে সুন্দরমেয়েটির সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছাসকলেরই থাকে। ডেট করার পর বন্ধুদেরকাছে বিখ্যাত হওয়ার প্রবণতাও দেখাযায়। কিন্তু কতজনের ডেট সাফল্যতাপায়! এই ডেটকে কেন্দ্র করেও বেশকয়েকটি রিয়েলিটি শো করাহয়েছিল।কিন্তু সেখানেও স্মার্ট, গুড লুকিংছেলেরাও মেয়েদের মন জয় করতে সফলহয়নি। শুধু ডেট করলেই তো আর হবেনা। তাতে সাফল্য হলে তবেই নাআপনি জিততে পারবেন!প্রথম ডেট করার সময় এই১০টি জিনিস কখনওইকরবেন নাঃ১. দেরি কখনওই নয়যে সময় দেওয়া হয়েছে তার থেকেদেরি যেন কখনওই না হয়। কারণমেয়েরা অপেক্ষা করতে একদমইভালবাসে না। তবে যদি তাকে একটুবেশি প্রাধান্য দান করতে হয় তাহলেযথা স্থানে পৌঁছে তার জন্য অপেক্ষাকরুন। দেখবেন সে এসে অবশ্যই নিজেরদেরির জন্য আপনাকে ‘সরি’ বলবে। আরকাউকে সময় দিয়ে দেরি করা কখনওইউচিত নয়। ডেটটাকে আপনি নিজেরচাকরির পরীক্ষার সঙ্গেই তুলনা করেনিন না। তাহলে দেখবেন দেরি হবেনা।২. নিজের সম্বন্ধে বেশি কথা বলবেননাদেখা হওয়ার পর গর গর করে নিজেরসম্বন্ধে এক নাগাড়ে বকে যাবেন না।এটা কোনও মেয়েই পছন্দ করে না। তাইনিজে স্বাভাবিক হন, তারপর তাকেওস্বাভাবিক হওয়ার সুযোগ দিন। তাকেকথা বলতে দিন। এতে নিজের সামনেরমানুষটিকে কিছুটা হলেও বুঝতেপারবেন। সেই বুঝে নিজের কথা বলুন।৩. ড্রেস কোডমনে রাখবেন আপনার ড্রেস কোড যেনঠিক থাকে। কারণ আপনার ড্রেসকিন্তু অনেক কথাই বলে দেবে। ধরুনআপনার চুল বেশ বড় তাহলে চুল যেনপরিষ্কার ভাবে বাঁধা থাকে। অথবাআপনি যদি ফ্যাশনেবল ড্রেস পরতেভালবাসেন তাহলে খেয়াল রাখবেন,আপনার ব্যক্তিত্ব যেন আপনারজামার মধ্যে দিয়েই প্রকাশ পায়।৪. সব কিছুতে হ্যাঁ বলবেন নাতার সমস্ত কথায় হ্যাঁ বলে ঘাড়নাড়বেন না। আপনার যে তার প্রতিদুর্বলতা আছে সেটা তার সমস্ত কথায়হ্যাঁ বলে প্রমাণিত করার কোনওদরকার নেই। কখনও যদি সে ভুল কথাবলে তাহলে যুক্তি দিয়ে তাকেবোঝান। এরপরেও যদি সে বুঝতে নাচায় তাহলে ভাববেন, সে আপনার ঠিকপছন্দ নয়। তাই সেদিনের পরে আর তারসঙ্গে ডেট না করাই ভালো।৫. নিজের খুঁত ধরুনযদি দেখেন যে সে ঠিক স্বাছন্দ্যবোধকরছে না, তাহলে তার সামনে নিজেরবিভিন্ন বিষয়ের ওপর খুঁত তুলে ধরুন।এতে তার মনোবল কিছুটা হলেওবাড়বে। কখনও ভাববেন না নিজের খুঁততুলে ধরছেন বলে সে খারাপ ভাববে।আসলে বেশিরভাগ মানুষ নিজেরভালো দিকটাই সকলের সামনে তুলেধরে। এরপর আস্তে আস্তে সে ওআপনাকে নিজের মনের কথা বলতেস্বচ্ছন্দ্যবোধ করবে।৬. শারীরিক সম্পর্কের কথা বলবেননাআপনি কার সঙ্গে কবে কি করেছেনতা কখনওই প্রথম ডেটে বলা উচিত নয়।আগে মানুষটিকে চিনুন, জানুন, বুঝুনতারপর ওই সমস্ত কথা বলুন। নয়তবর্তমান সম্প্ররকের মধ্যে কাঁটাহিসেবে থেকে যাবে আপনার অতীতসম্পর্ক। অবশ্য যদি সে জানতে চায়তাহলে কিছুটা হিন্টস দিতে পারেন।কিন্তু সব কিছু বলার দরকার নেই।৭. খুব বেশি প্র্যাক্টিকাল কথা বলবেননাপ্র্যাক্টিকাল কথা অর্থাৎ, আপনারচাকরির ব্যপারে, বসের ব্যপারে,বাড়ি, বাবা-মা, দেশের কথা এই সবআর কি। সারাক্ষণ দেশের কথা বললেঅথবা আপনার চাকরির কথা বললেকখনওই কারোর ভাল লাগবে না। গুরুগম্ভীর আলোচনা করা খুব একটা ঠিকনয়। এতে আপনার তাকে স্বাভাবিককরার বদলে অস্বস্তিতে ফেলবেনআপনি।৮. মদ্যপান উচিত নয়প্রথম ডেটেই মদ্যপান করা ঠিক নয়।কারণ আপনারা দুজনেই দুজনের কাছেঅপরিচিত। তাই কিছুটা চেনা পরিচিতনা হয়ে এবং একে ওপরের শক্তির কথানা জেনে একদম নয়।৯. ফোনে কথা বলবেন নাদরকারি ফোন আপনার আসতেই পারে।সেক্ষেত্রে বেশিক্ষণ ফোনে কথাবলবেন না। অফিসের খুব দরকারি ফোনছাড়া ফোন ধরবেন না।১০. বিল মেটানোএখন বেশিরভাগ মেয়েরাই স্বাধীনহয়ে থাকে। তাই আপনি ছেলে বলেইযে আপনাকে পুরো বিল দিতে হবে তাকখনওই ঠিক নয়। আবার অনেক মেয়েপছন্দ করেন যে ছেলেরা বিল মিটিয়েদিক। কিন্তু আপনি তাকেও গুরুত্বদিয়ে বুঝিয়ে দিতে পারেন যে, এইরেস্টুরেন্টি আপনার পছন্দের জায়গাতাই আপনি ট্রিট দিচ্ছেন। কিন্তু যখনতার পছন্দের জায়গাতে আপনি যাবেনতখন যেন সে ট্রিট দেয়। কখনওই কোনওসম্পর্কের শুরু যেন টাকার অঙ্ক দেখেনা হয়। তাহলে কিন্তু খুব ভুগতে হবেআপনাকে।

Post Top Ad

Your Ad Spot

Pages