Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

গত ৬ মাসে ক্রিকেটের কোন ফরমেটেই ভালো খেলতে পারেননিসৌম্য- দিন যত যায় ততই ব্যর্থ

২০১৪ সালে ওয়ানডেঅভিষেক হয় সৌম্যসরকারের। পরেরবছরই টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকে। শুরুটা ছিল দারুণ।কিন্তু যতই সময় গড়িয়েছে একটু একটু করেযেন হারিয়ে ফেলছেন নিজেকে। গেল ছয়মাসে ক্রিকেটের কোন ফরমেটেইসৌম্যের ব্যাটের ধার দেখতে পারেনিতার ভক্তরা। সদ্য সমাপ্ত বিপিএলেওছিলেন ব্যর্থ।তবে এ প্রতিভাবান ব্যাটসম্যানের ফর্মনিয়ে জাতীয় দলের টিম ম্যানেজম্যান্টহাল ছাড়েনি। আসন্ন সিরিজেও তাকেরাখা হয়েছে ৩২ সদস্যের প্রাথমিকদলে। আজ বিপ টেস্ট দিয়ে শুরু হচ্ছেকন্ডিশনিং ক্যাম্প। অবশ্য সৌম্যঅনুশীলন শুরু করেছেন দু’দিন আগেই।নিজেকে ফিরে পেতে বেশ মরিয়া এতরুণ। তার সেই নিজেকে খুঁজে পাওয়ারলক্ষ্যের কথাই আরো একবার শোনালেনসংবাদ মাধ্যমকে গতকাল বলেন,‘একেকজনের চাওয়া একেক রকম হয়। আমারযে চাওয়া ছিল সেটা আমি পূরণ করতেপারিনি। নিজের লক্ষ্যটা যদি নিজেপূরণ করতে না পারি তাহলে তো বলাযায় না যে, বছরটা ভালো গেছে। চেষ্টাকরবো আগামীতে নিজের লক্ষ্যটা পূরণকরতে এবং মানুষের যে চাওয়া সেটাওচেষ্টা করবো যেন পূরণ করতে পারি।দেশের মাটিতে লঙ্কার বিপক্ষে সুযোগপেলে কী লক্ষ্য হবে তার? সৌম্য বলেন,‘নতুন বছর। ওদের কোচও বদল হয়েছে,আমাদেরও হচ্ছে। টিমেরও প্ল্যান চেঞ্জহবে। চাইবো যে নতুন বছরটা যাতেভালো শুরু করতে পারি। মাঠে যারাভালো খেলবে তাদের পক্ষেই যাবে ফল।ভালো খেলতে যা যা করা লাগে আমরাসেটা করবো।’ সৌম্য ছিলেনহাথুরুসিংহের অনেক পছন্দের একজনক্রিকেটার। অনেক বাজে ফর্ম থাকারপরও তার উপর আস্থা হারাননিটাইগারদের সাবেক ও লঙ্কার নতুন একোচ। এবার সেই সৌম্যকেই পড়তে হবেহাথুরুর চ্যালেঞ্জে। সৌম্য এসব নিয়েভাবতে রাজি নয়। তিনি বলেন, ‘আমারকাছে মনে হয় এভাবে ভাবলে অনেকদূরের চিন্তাই হবে। সে আমাদেরসম্পর্কে বেশি জানে। বেশি জানলেওসমস্যা। সে তো আর খেলবে না, খেলবেপ্লেয়াররা। আমরা ডমিনেট করতেপারলে ফল আমাদের দিকেই আসবে। আরডমিনেট করার জন্য আমরাও নিশ্চয়ইপ্ল্যান করব। আমরাও তার সম্পর্কেজানি। সেও জানে। তো সে কী প্ল্যানকরতে পারে আমরা জানি।গুঞ্জন আছে আপনি হাথুরুসিংহের প্রিয়ছিলেন। তিনি নাই। এখন মূল দলে থাকারব্যাপারে কতটা আশাবাদী? এ নিয়েসৌম্য বলেন, ‘আমি যদি ভালো খেলিআমি দলে থাকবো। কে পছন্দ করে নাকরে এগুলো তো জানি না। অনেকমানুষেরই কথা থাকতে পারে। কারণএকটা ক্লাসে স্যার সবাইকে পছন্দ করেনা। যাকে পছন্দ করে না সে পেছনেগিয়ে লাগতেই পারে। আমি যদি ভালোনা খেলতাম আমি টিমেও আসতাম না,আমাকে পছন্দও করতো না। আমি যদিস্কুলেই ভর্তি না হই সে আমাকেকিভাবে পছন্দ করবে। ভালো করেছিলামবলেই কোচ পছন্দ করছে।’

Post Top Ad

Your Ad Spot

Pages