Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 23, 2017

রাজশাহী বিশ্ববিদ্যালয় এর I ইউনিটের পরীক্ষার বিষয়, আসন সংখ্যা, মানবন্টন

আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর I ইউনিটের পরীক্ষার বিষয়, আসন সংখ্যা, মানবন্টন নিয়ে আলোচনা করবো :-) । আশা করি এই নিয়ে আর কোন প্রশ্ন করবা নাহ :3 । BDLove24.Com
.
✳I ইউনিটের সাবজেক্ট ও আসনসংখ্যা নিচে বিস্তারিত দেওয়া হলো :-) :
.
✔চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র ৪৫ টি
✔মৃৎশিল্প ও ভাস্কর্য ৩০ টি
✔গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস ৪৫ টি
.
➽ মোট আসন ১২০ টি :-)
. BDLove24.Com
✳I ইউনিটে সাইন্স,আর্টস, কমার্স সকল শাখার স্টুডেন্ট ই এক্সাম দিতে পারবে :-) ।ভর্তি পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ৩০ মিনিট ( ব্যাবহারিক ও ত্বত্তীয়) । পূর্ণমান হবে ২০০। ব্যাবহারিক ১০০ মার্ক আর MCQ ১০০ মার্ক। MCQ পরীক্ষায় পাস নাম্বার ৩০। MCQ পরীক্ষার সাথে একই সঙ্গে ৩০ মিনিটের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১০০ নাম্বারের ব্যাবহারিক পরীক্ষায় পাস নাম্বার ৪০।
.
✳ যারা I ইউনিটে এক্সাম দিবে তাদের কোন কোন সাবজেক্ট এ এক্সাম দিতে হবে আর কোনটার ওপর কতো মার্ক করে তা নিচে বিস্তারিত দেওয়া হলো :-) : BDLove24.Com
.
✔বাংলা ৩০ মার্ক
✔ইংলিশ ৩০ মার্ক
✔জেনারেল নলেজ ৪০ মার্ক
.
✳I ইউনিটের সার্কুলার এ যেহেতু আলাদা আলাদা করে পাশ করতে হবে কি নাহ এই নিয়ে স্পষ্ট করে কিছু দেওয়া নাই তবে বলছি আলাদা আলাদা করে পাস করতে হবে তাছাড়া মেরিট লিস্ট এ নাম আসবে নাহ :-) । তাই যারা এক্সাম দিবা তাদের লক্ষ্য যেনো থাকে প্রতি সাবজেক্ট এই পাস করা :-) । BDLove24.Com
.
✳I ইউনিটের সাবজেক্ট প্রতি পাস মার্ক লিখা না থাকলেও ধারনা করা যাচ্ছে প্রতি সাবজেক্ট এ ৩ অংশের মধ্যে ১ অংশ করে নাম্বার পেতে হবে।কেও যদি টোটাল ৩০ নাম্বার না পাই তাহলে তার রেজাল্ট ফেল আসবে :-) । তাই চান্স পেতে চাইলে লক্ষ্য রাখতে হবে যাতে আলাদা আলাদা ভাবে পাস হয়ে মিনিমাম ৩০ মার্ক থাকে :-) ।
.
✳রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট এর ওপরে কোন মার্ক নেই মানে এডমিশান এ যে ভাল করবে তার চান্স হয়ে যাবেহ :-) । আর প্রতিটি ভুল উত্তর দাগানোর জন্য .২৫ করে মার্ক কাটা যাবেহ :-) । BDLove24.Com
.
✳ পরীক্ষার হলে কোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন,হেডফোন মেমোরি যুক্ত ঘড়ি ইত্যাদি সাথে আনা যাবেহ নাহ :-) ।
.
✳ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সব ইউনিট নিয়ে বিস্তারিত পোস্ট দেওয়া আজকে শেষ হলো। তাই আর কেও রাবি নিয়ে ইউনিট ভিত্তিক বিস্তারিত পোস্ট এর কথা বলবা নাহ আশা করি।হয়তো অনেকেই অন্য ইউনিট এর পোস্ট দেখতে পাও নিহ তাদের বলছি পেজ এর আগের পোস্ট গুলো চেক করো ইনসাআল্লাহ সব ইউনিট এর পোস্ট পেয়ে যাবাহ :-) ।
.
#bdlove24 :-)

Post Top Ad

Your Ad Spot

Pages