Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 8, 2018

সর্বোচ্চ আয়ের হলিউডি ছবির তালিকায় টাইটানিককে ছাড়িয়ে গেল ব্ল্যাক প্যানথার!

যুক্তরাষ্ট্রের সিনেমা হলে সর্বোচ্চ আয়ের হলিউডি ছবির তালিকায় টাইটানিককে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে তৃতীয় স্থান দখল করে নিল ব্ল্যাক প্যানথার। ছবিটি এই পর্যন্ত আয় করেছে ৬৫৯.৩ মিলিয়ন মার্কিন ডলার।স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস (৯৩৬.৭ মিলিয়ন) এবং অ্যাভাটার (৭৬০.৫ মিলিয়ন) এর পরেই ব্ল্যাক প্যানথারের অবস্থান। তবে মূল্যস্ফীতি বা বর্তমান বাজার দরের সঙ্গে আগের ছবিগুলোর আয় সমন্বয় করা হয়নি।বিশ্বব্যাপী ব্ল্যাক প্যানথার আয় করেছে ১.২৯ বিলিয়ন। বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী হলিউডি সিনেমার তালিকায় এর অবস্থান ১০ম।এই প্রথম কোনো আফ্রিকান আমেরিকান পরিচালক মার্ভেল পিকচারস এর ছবি পরিচালনা করলেন। আর ছবিটি মাত্র ২৬ দিনেবিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে।

Post Top Ad

Your Ad Spot

Pages