Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 8, 2018

জুনের মধ্যেই দেশে সংযোজিত হবে স্যামসাংয়ের ফোরজি ফোন

বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করবে ফেয়ার ইলেকট্রনিকস। এই ঘোষণা দিতেই মঙ্গলবার সংবাদ সংম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কথা বলছেন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। সোনারগাঁও হোটেল, ঢাকা, ৩ মার্চ।নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// আগামী জুন মাসের মধ্যেই বাংলাদেশে সংযোজিত স্যামসাংয়ের হ্যান্ডসেট বাজারে আসছে। আর এই হ্যান্ডসেটগুলো গ্রাহকরা বেশ কম দামেই পাবেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় স্যামসাং এবং স্যামসাংয়ের দেশীয় অংশীদার ফেয়ার ইলেক্ট্রনিকস।সংবাদ সম্মেলনে ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন জানান, এই কারখানায় মূলত ফোরজি স্মার্টফোন সংযোজন করবে স্যামসাং। আন্তর্জাতিক মান ঠিক রেখে এই স্মার্টফোনগুলো গ্রাহকদের বেশ কম দামেই দেওয়া হবে। কারখানাটির আয়তন হবে ৫৮ হাজার স্কয়ার ফুট। এতে প্রত্যক্ষভাবে পাঁচশ’ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।সংবাদ সম্মেলেন আরও জানানো হয়, শুরুতেমোবাইল সংযোজন হবে ওই কারখানায়। পরে উৎপাদন পর্যায়ে যাবে।প্রসঙ্গত, স্যামসাং হচ্ছে দেশের প্রথম বৈশ্বিক হ্যান্ডসেট কোম্পানি যারা বাংলাদেশে মোবাইল তৈরির কারখানা স্থাপন করছে।স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোনগুলো বাংলাদেশের ডিজিটালাইজেশনের লক্ষ্য অর্জনের পথেসহায়তা করবে।ফেয়ার ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহাবুব বলেন, স্যামসাংয়ের প্রযুক্তিও দক্ষতা ব্যবহার করে আমরা নিশ্চিত করবো যেনো স্যামসাংয়ের বিশ্বমানের পণ্যগুলো দেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে পেতে পারেন।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান ও ফেয়ার গ্রুপের হেড অবমার্কেটিং জে. এম. তসলিম কবির।

Post Top Ad

Your Ad Spot

Pages