Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 9, 2018

পহেলা বৈশাখের নতুন ম্যাসেজ, পয়লা বৈশাখের কিছু লাভ স্ট্যাটাস

হাসি দুঃখ গ্লানি. ছিল আছে থাকবে.নতুন বছরের শুভদিন. আসবে কাছে ডাকবে. ঐসব গ্লানি ভূলে গিয়ে. নাওমনে ঐ ডাক. জানাই হে প্রিয় সকলকে. শুভ পহেলা বৈশাখ!২আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখো। শাহিন রানা জীবন“”শুভ নববর্ষ””৩নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই..*শুভ নববর্ষ*৪নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দূর হয়ে। জীবন হোক সুন্দর, অতীত যাও ভুলে। নতুন বছর সাজাও তুমি নিজের মতো করে।*শুভ নববর্ষ*৫নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন।শুভ নববর্ষ৬রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে…ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস! “শুভ নববর্ষ”৭সুখের স্মৃতি রেখ মনে দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। *শুভ নববর্ষ*৮মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি। সুখী ছিলে সুখে থাকো আর শুভ হোক তোমার নতুন বছর। *শুভ নববর্ষ*৯বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন,নতুন স্বপ্ন, নতুন আশা। আর নতুন হোক আজকের ভালবাসা। “শুভ নববর্ষ”১০ফুল ফুটেছে বনে বনে, ভাবছি তোমায় মনে মনে, বলছে বিডিসেলফি২৪ তোমারকানে কানে …শুভ নববর্ষ…পর্ব ২১.আগের সব কষ্ট , করে ফেল নষ্ট । নতুন দিনে সবার প্রাণে , কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন।*শুভ নববর্ষ*২.নতুন সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে জানাই নতুনবছরের শুভেচছা।শুভ নববর্ষ !!৩.নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ নিয়ে, আমার তরফ থেকে তোমায় জানাই শুভ নববর্ষ।৪.মনে আসুক বসন্ত সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত।শুভ নববর্ষ।৫.পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাকসকল যাতনা। শুভ নববর্ষ।৬.নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক তোর আগামীর দিনগুলো।!!শুভ নববর্ষ!!৭.পুরনো সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। নতুন বছরের শুভেচ্ছা।শুভ নববর্ষ

Post Top Ad

Your Ad Spot

Pages