Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 21, 2017

মহিলাদের মাতৃত্বকালীন দাগের কারণ ও প্রতিকার  যৌন সমস্যা

মহিলাদের মাতৃত্বকালীন দাগেরকারণ ও প্রতিকার যৌন সমস্যা   সন্তান জন্মদানের পর সময়ের সঙ্গেসঙ্গে অনেক মায়ের দাগ চলে যায়।আবার অনেক সময় সন্তান জন্মের পরওদাগ থেকে যায়। মায়েরা তাইচিন্তিত হয়ে পড়েন। অথচ একটু সচেতনহলে দাগ পড়া ভাবটা কিছুটা হলেওকমিয়ে আনা যায়।দাগের কারণ :- পেটের চামড়া চাপেরকারণে ফেটে যায়। রিলাক্সিন,ইস্ট্রোজেন ও করটিসল হরমোন বেড়েগিয়ে মিউকোপলিসেকারাইড জমাকরে। যা যোজক কলা থেকে পানিশোষণ করে। ফলে যখন টান পড়ে, তখনসহজেই ওই স্থানে দাগের সৃষ্টি হয়েযায়। কম বয়সী মেয়েদের ক্ষেত্রেমাতৃত্বকালীন দাগ খুব সহজেই পড়ে।দাগের লক্ষণ :-লাল রঙের ক্ষত দাগজ্বালাপোড়া ও চুলকানিপিগমেন্টেশন কম হওয়াদাগের অংশটি গর্তের মতো হয়েযাওয়ালম্বালম্বিভাবে নাভির ওপরের অংশথেকে নিচ পর্যন্ত দুই পাশেই দাগ হতেপারে।প্রতিকার :- সবচেয়ে ভালো কাজ করেমূলত অলিভ অয়েল। গর্ভকালীন অবস্থায়দুবেলা অলিভ অয়েল লাগাতেপারেন। অ্যালোভেরা জেলও ব্যবহারকরতে পারেন। এ ছাড়া ট্রেটনইন ক্রিম,লোশন, ময়েশ্চারাইজার ব্যবহার করাযেতে পারে। ক্যাস্টর অয়েলও ভালোকাজ করে। ডাক্তারের পরামর্শ নিয়েবাজারে পাওয়া যায় এমন ক্রিমওব্যবহার করতে পারেন।

Post Top Ad

Your Ad Spot

Pages