Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, December 18, 2017

বিশ্বের সবচেয়ে বড় ১০স্মার্টফোন কোম্পানি

১. স্যামসাং২০১৭ সালের দ্বিতীয় তিন মাসেবিশ্ব স্মার্টফোনের বাজারের২২% ছিল স্যামসংয়ের দখলে।চলতি বছরের ওই কোয়ার্টারেকম্পানিটির স্মার্টফোনেরশিপমেন্টে বাৎসরিক হিসেবে৪% বৃদ্ধি হয়েছে। এ ছাড়াস্যামসাং স্মার্টফোনের গড়বিক্রয় মূল্যও বেড়েছে। কারণগ্যালাক্সি এস৮ এবং এস৮+ডিভাইসগুলোর শিপমেন্টশক্তিশালী হয়েছে।২. অ্যাপলকম্পানিটি ২০১৭ সালের দ্বিতীয়তিন মাসে স্মার্টফোনের বিশ্ববাজারের ১১.২% দখল করেরেখেছে। তবে ২০১৬ সালের একইসময়ের তুলনায় এই হার একটু কমছিল।সেই সময় অ্যাপল বিশ্ব স্মার্টফোনবাজারের ১১.৩% দখল করে ছিল।তবে এবার কম্পানিটির আইফোনএবং আইপ্যাড বিক্রি বেড়েছে।৩. হুয়াওয়েএই চীনা কম্পানিটি এ বছরেরদ্বিতীয় তিন মাসে রেকর্ডপরিমাণ স্মার্টফোনের শিপমেন্টকরেছে- ৩ কোটি ৮৪ লাখ ইউনিট।বছরে কম্পানিটির শিপমেন্টবেড়েছে ২০% হারে। বিশ্বেরউদীয়মান বাজারগুলো চীনা এইকম্পানির ব্যবসায় বৃদ্ধিতে কাজকরেছে।চীনের বাজারে হুয়াওয়েইরঅবস্থান ছিল এক নাম্বারে। এরপরে যথাক্রমে অপ্পো এবংভিভোর অবস্থান। কম্পানিটিরনোভা ও এনজয় সিরিজ এবংপি১০ এর সেটগুলোর চাহিদা ছিলসবচেয়ে বেশি। এ ছাড়া মেটএবং পি সিরিজও ভালই চলেছে।৪. অপ্পোচলতি বছরের দ্বিতীয় তিন মাসেকম্পানিটি বিশ্বব্যাপীস্মার্টফোনের বাজারের ৮.৪%দখল করে রেখেছিল। চীনেরবাইরে ভারত ও বাংলাদেশেরবাজারে এই ব্র্যান্ডটি বেশজনপ্রিয়তা পেয়েছে।৫. ভিভোবিশ্ব বাজারের ৬.৬% ছিলভিভোর দখলে। অপ্পোর মতো এইকম্পানিটিও ভারতের বাজারেবেশ জনপ্রিয়তা পেয়েছে।৬. শিয়াওমিচীনা স্মার্টফোন কম্পানিগুলোরমধ্যে এটির বাজারই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। প্রতি বছরজিয়াওমির ব্যবসা বাড়ছে +৬০%হারে। এর দুই প্রতিদ্বন্দী ভিভোরবাড়ছে +৪৫% হারে আর অপ্পোরবাড়ছে +৩৩% হারে। চলতিবছরের দ্বিতীয় তিন মাসেজিয়াওমির ২ কোটি ৩২ লাখসেট বাজারে ছাড়া হয়েছে।যা বিশ্ব বাজারের ৬.৬% দখলকরেছিল।৭. এলজিদক্ষিণ কোরিয়ান এই কম্পানিটি১ কোটি ৩৩ লাখ স্মার্টফোনবাজারে ছেড়েছে চলতি বছরেদ্বিতীয় তিন মাসে। এশিয়া এবংইউরোপে এর বাজার ভালোছিল। তবে কম্পানিটির বাজারপতন ঘটেছে ৪%। উত্তরআমেরিকায় কম্পানিটির জি৬সেটটির বিক্রি কমেছে।৮. জেডটিইচলতি বছরের দ্বিতীয় তিন মাসেবিশ্ব বাজারের ৩.৩% ছিলকম্পানিটির দখলে।৯. লেনোভো (মটরোলা সহ)ভারত এবং ল্যাটিন আমেরিকারমার্কেটে তীব্র প্রতিযোগিতারমুখে রয়েছে এই কম্পানি। তবেএবারও আগেরবারের মতো বিশ্ববাজারের ৩.২% দখল করেরেখেছিল কম্পানিটি।১০. অ্যালকাটেলগত বছরের তুলনায় এবারকম্পানিটি বিক্রি অনেক কমহয়েছে। ২০১৬ সালের দ্বিতীয়তিন মাসে কম্পানিটি বিশ্ববাজারের ২.১% দখল করেছিল।এবার তা কমে দাঁড়িয়েছে ১.৩শতাংশে।

Post Top Ad

Your Ad Spot

Pages