Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, October 20, 2017

দেখেনিন ৬০ সেকেন্ডে কী ঘটে ইন্টারনেটে?

স্বাভাবিক দৃষ্টিতে প্রতিদিন বা মাসেইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবারমাধ্যমে কী পরিমাণ তথ্য আদান-প্রদান,ভিডিও দেখা বা ছবি আপলোড করা হয়,তার সঠিক পরিমাণ বলা মুশকিল।ইন্টারনেটে প্রতিদিন বা মাসে নয়, প্রতিমিনিটে কী ধরনের তথ্য লেনদেন ও অর্থব্যয় হয় তার একটি চার্ট সম্প্রতি প্রকাশকরেছে ইকোনমিক টাইমস।প্রতি মিনিটে ইন্টারনেটে কী কী ঘটেইকোনমিক টাইমসের তথ্যমতে,ইনস্টাগ্রামে প্রতি মিনিটে ৪৬ হাজারছবি শেয়ার করা হয়, ব্যয় করা হয় ৭ লাখ ৫১হাজার ৫২২ ডলার। ১৮ লাখ স্ন্যাপ সৃষ্টিরপাশাপাশি প্রতি মিনিটে টিন্ডারে ৯লাখ ৯০ হাজার সোয়াইপ গণনা করা হয়।ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে প্রতিমিনিটে ৩৫ লাখ বার অনুসন্ধান করেন।ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ৬০সেকেন্ডে ৪১ লাখ ভিডিও দেখা হয়।টুইটারের মাধ্যমে মিনিটে ৪ লাখ ৫২হাজার ২০০ টুইট করা হয়। ফেইসবুকে প্রতিমিনিটে ৯ লাখ বার লগইন করা হয়।মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫হাজার জিআইএফ পাঠানো হয়।

Post Top Ad

Your Ad Spot

Pages