Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 17, 2017

দেখেনিন ভাল ছাত্র ছাএী হওয়ার কিছু টিপস

ভাল ছাত্র হবার সুবিধা অনেক।সেই সবসুবিধের কথা জানেন না এমনমানুষেরসংখ্যা খুব কম। তাই কথা নাবাড়িয়ে চলেযাই কিভাবে ভাল ছাত্র যায় সেবিষয়েঃডেইলি রুটিনঃসময়ের সাথে সবচাইতেবেশি সঙ্গতিপুর্ন হল প্রতিদিনেররুটিন। এইরুটিনের মধ্যে খেয়াল রাখতে হবেসপ্তাহের সব দিনে টোটাল বিষয়সমুহএসেছে কি না। যদি না আসে তবেসেঅনুযায়ী সাজাতে হবে। প্রত্যেকসপ্তাহেরকাজ সপ্তাহেই শেষ করতে হবে।পাঠ্যসুচীতে যা কিছু আছে তারসবটাইঢেলে সাজানো হচ্ছে প্রথম কাজ।যেছাত্র একটি সুন্দর রুটিন মেনে চলেসেভাল না হয়ে পারেনা। দিনেরপ্রত্যেকক্ষুদ্রাংশকেও ভেঙ্গে সাজাতেহয়। প্রতিদশ মিনিটের জন্য একটি কাজ করাযেতেপারে আর তার রেজাল্ট মাসেরশেষেমিলিয়ে দেখলে এমনিতেইডেইলিরুটিনের গুরুত্ব বুঝা যাবে।সময় পরিকল্পনাঃএকটি দৈনিক রুটিনেরমাঝে এমন ভাবে সময় প্ল্যানকরতে হবেযেন বোরিং না আসে। পড়ার সময়খুববেশি যেন না হয়। দিনে ৬ ঘন্টারবেশিপড়া উচিত না। বেশি পড়লেই ভালহয় না।ভাল করে পড়লে কম পড়াই যথেষ্ট।তবেমেধানুসারে ৬ঘন্টা থেকে আরোবাড়ানোযেতে পারে। কিন্তু মনে রাখাউচিত সেইবাড়তি সময় যেন মনের উপর প্রভাবনাফেলে।ডেইলি নোটঃযদি নোট করার অভ্যেস নাথাকে তবে আজি তা আয়ত্ব করুন।নোট এমনএকটি ব্যাপার যা না করলেকখনোই তেমনকিছু মনে রাখা সম্ভব নয়। যে কোনকঠিনবিষয় নিয়ে পড়াশুনা করলেও একটিনোটেরমাধ্যমে তা সহজ করে ফেলা যায়।জটিলবিষয়ের জটিল পয়েন্টসগুলো লিখেরাখাইউত্তম।নিয়মিত ক্লাসঃক্লাসে নিয়মিত উপস্থিতথাকাটা আবশ্যক। প্রতিদিনের মতযদিক্লাসে উপস্থিত না থাকা যায়তবে সেইঅনুপস্থিত ক্লাসের পড়াটাওসংগ্রহ করাউচিত। শিক্ষকের সাথে একই সময়েযে পাঠচর্চা করা হয় তা সাথে সাথেইবোধগম্যহয়ে যায়। নিয়মিত ক্লাস করারসুবিধাঅনেক।পড়া পড়া এবং লেখাঃপড়ার কোনবিলল্প নেই। তবে তা কেবল নাবুঝে পড়াইনয়, বুঝে শুনে পড়া। কোন কিছুমগজে নাঢুকতে চাইলে তা লিখে ফেলাউচিত।লিখতে গেলে বিষয়টা খুব ভালভাবে মনেথাকে। তাই প্রথম চেষ্টা হচ্ছেপড়া, তারপরের চেষ্টাও পড়া এবং সবশেষেলিখেচেষ্টা করা। এছাড়াও যদি বিষয়টিপড়াশেষ হয়ে যায় তারপর আবার নতুনকতেলিখে দেখা যেতে পারে যে অইবিষয়টিআসলেই আয়ত্ব হয়েছে কি না।সহায়ক গ্রন্থের পাঠ বাড়ানোঃযে কোনপাঠের বিস্তারিত পাঠ্যবইয়ে নাথাকাটাস্বাভাবিক। এর বিস্তারিতজানার জন্যেসহায়ক বইয়ের সাহায্য নেয়াউচিত। যেমনবিজ্ঞান বিষয়ে অন্য অনেকসহায়ক গ্রন্থআছে যা থেকে সেই বিষয়ে আরোঅনেকজ্ঞান অর্জন করা।লক্ষ্য ঠিক করাঃভালো স্টুডেন্টদের মূল্যায়ন সবজায়গাতেইহয় এবং এরা অনেক সুযোগ পেয়েথাকেনজীবনের সফলতা অর্জনে। আপনিযদি একজরভালো স্টুডেন্ট হতে চান তাহলেআবশ্যইআপনার জীবনের একটি লক্ষ্যতৈরি করুন।কোন পথে ঠিক কিভাবে এগোবেনসেইবিষয়ে ভাবুন। একটা গতিপথ তৈরিকরুন।অধ্যবসায় করাঃভালো স্টুডেন্ট হতে হলেআপনাকে অধ্যবসায়করতে হবে। জীবনের লক্ষ্যঅনুযায়ী এগুতেগিয়ে অধ্যবসায়ের প্রয়োজনরয়েছে।ছাত্রজীবনের অধ্যবসায় আপনাকেজীবনেসফলতা এনে দেবে। কঠিনঅধ্যবসায়ইআপনাকে একজন ভালো স্টুডেন্টতৈরি হতেসহায়তা করবে।রুটিন করুনঃআপনি ছাত্রজীবনে যে ধরনেরকাজ করছেনতার একটি সুনির্দিষ্ট রুটিন তৈরিকরুন।রুটিনে পড়াশুনা এবং অন্যান্যকাজেরসময়গুলো হিসেব করে ভাগ করেনিন।রুটিনটিতে পড়ার সময়টুকু অবশ্যইবেশিরাখবেন এবং সেই অনুযায়ী কাজকরে যান।এতে করে দেখবেন ফলাফলইতিবাচক আসবেই, ইনশাআল্লাহ।লাইব্রেরী ওয়ার্ক করুনঃভালো স্টুডেন্টরা লাইব্রেরীওয়ার্ক করতেপছন্দ করেন বেশি। লাইব্রেরীওয়ার্ক করলেখুব সহজেই কঠিন বস্তুকে আয়ত্বকরা যায়। একারণে দিনের একটি নির্দিষ্ট সময়বাছাইকরে আপনি ঐ সময়টাতেলাইব্রেরী ওয়ার্ককরুন। দেখবেন ভালো স্টুডেন্ট হয়েওঠা খুবইসহজ হয়ে যাবে।খারাপ বন্ধু ত্যাগকরুনঃভালো স্টুডেন্ট হতে গেলেসবচেয়ে গুরুত্বপূর্ণযে বিষয়টি সেটি হল খারাপবন্ধুগুলোকেত্যাগ করতে হবে। খারাপ বন্ধুথাকলেআপনার সময়গুলো খুবই বাজেভাবেনষ্ট হয়েযাবে। পড়াশুনা করতে পারবেননা,এমনকিমাদকাসক্ত হয়ে পড়তে পারেন। একারণেভালোভাবে পড়াশুনায় মনোযোগআনতেআপনি আপনার বন্ধুচক্র থেকেখারাপবন্ধুদের বাদ দিয়ে দিন প্রয়োজনেকিছুভালো বন্ধু যোগ করুন।এছাড়াও আরো অনেক বিষয় আছেযেগুলো মেনে চলা উচিৎ। যেমনঃ1. ” জীবনে ভাল কিছু করবো ” এধারনা মনে লালন করতে হবে এবংবছরের প্রথম হতেই মনোযোগসহকারেপড়া-লিখা করতে হবে ।2. ভাল রেজাল্ট করার জন্যকতটুকোজানার প্রয়োজন তা আপনার নিকটস্পষ্ট হতে হবে ।3. যতটুকো জানলে ভাল ফলা-ফলঅর্জনকরা সমভব তার কতটুকো আপনারজানা আছে তা আপনার নিকটস্পষ্টহতে হবে ।4. অজানা বিষয়গুলি কতদিনেআয়ত্বেআনা সমভব তা আপনার নিকটপরিস্কার হতে হবে ।5. হাতের লিখা পরিস্কার এবংস্পষ্টহতে হবে । এর জন্য নিয়মিতঅনুশীলনকরতে হবে ।6. প্রতি দিনের পড়া প্রতি দিনসস্পন্নকরতে হবে । কোন ক্রমেই আজকেরপড়া আগামী দিনের জন্য রেখেদেওয়া যাবে না ।7. সকল বিষয়ের প্রতি সমান গুরুত্বদিতেহবে ।8. শ্রেণিতে মনোযোগী হতে হবে।“বাসায় গিয়ে ভাল করে বুঝবো ” এমানসিকতা পরিহার করতে হবে ।যাবোঝার তা তখনই বুঝতে হবে ।9. কোন বিষয় না বুঝে শ্রেণিকক্ষত্যাগ করা যাবেনা ।10. শ্রেণি কক্ষে শিক্ষক/শিক্ষিকাকেপ্রশ্ন করার সময় বন্ধুরা কে কিভাবলো তার তোয়াক্কা না করা ।”আমি আমার পড়া স্যারের কাছেবুঝেনেব” এটাই হবে তোমারপরিকল্পনা ।11. শিক্ষার্থী সুলভ বিনয়ী ও নম্রআচরণথাকতে হবে । মনে রাখতে হবেআপনিশিখতে এসেছেন। ভাল আচরণসবাইকেমুগ্ধ করে।12. আত্ম মর্যাদা থাকতে হবে ।(পড়া নাপাড়লে লজ্জা পাওয়া)13. সবসময় স্মার্টনেস বজায়রাখতে হবেএবং পড়ার প্রতি সজাগ থাকতে ।14. সর্ব অবস্থায় শিক্ষকের সাথেযোগাযোগ রাখতে হবে এবং তারপরামর্শ নিতে হবে ।15. মনে রাখতে হবে আপনার জীবনআপনারই , আপনার জীবনের ক্ষতিহলে আপনার চাইতে বেশীক্ষতিগ্রস্থ কেউই হবেনা । আবারসফলতা আসলে আপনার চাইতেবেশীলাভবানও কেউ হবেনা ।16. কাউকে ঠকানোর চেষ্টাকরবেন না ।তাতে আপনিই বেশী ক্ষতিগ্রস্থহবেন।কারন সৃষ্টিকর্তা ঠকবাজকে পছন্দকরেন না এবং তার উন্নতির জন্যওতিনি সহায়তা করেন না।17. পাঠ্য বইয়ের বাইরে অন্যন্য বইওপড়তে হবে , যা আপনার সৃজনীশক্তিবৃদ্ধি করবে ।18. শুধু পড়া-লিখা নিয়ে ব্যস্থথাকলেচলবেনা , খেলা ধুলাও করতে হবে ।তাতে শরীর ও মন ভাল থাকবে যাপড়া লিখায় সহায়ক ।19. শিক্ষক/শিক্ষিকা এবং বাবা -মারচাইতে বেশী বুঝবেনা । আপনারযদিমনে হয় আপনার বাবা-মা এবংআপনার শিক্ষক আপনার চাইতে কমবোঝেন, তা হলে আপনার জীবনেরপতন কেউই ঠেকাতে পারবেনা ।20. আপনার মনে রাখতে হবে ,আপনারবাবা-মা আপনাকে অনেক ভালবাসেন । তাই তাদের জন্য হলেওআপনাকে পরিশ্রম করতে হবে ।

Post Top Ad

Your Ad Spot

Pages