Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 24, 2017

ফেসবুক ম্যাসেঞ্জারে যুক্ত হচ্ছে পেপাল সুবিধা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের ম্যাসেজিং প্ল্যাটফর্মম্যাসেঞ্জারে পেপাল সুবিধা যুক্ত করেছে। এর ফলে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অ্যাপটিতে অর্থ পাঠাতে এবং অর্থের অনুরোধ করতে পারবেন ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা।ফেসবুক বেশ কিছুদিন ধরেই তাদের ম্যাসেজিং প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জারে লেনদেন ব্যবস্থা আনতে কাজ করে যাচ্ছে। ফেসবুক নতুন সুবিধার সাথে অতিরিক্ত হিসেবে ম্যাসেঞ্জারে কাস্টমার সার্ভিস চ্যাট বট যুক্ত করেছে। যার ফলে পেপাল গ্রাহকরা লেনদেনের পাশাপাশি এখন থেকে পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাকাউন্ট ইনকয়ারি এবং অ্যাপে পেমেন্ট সম্পর্কিত সহায়তা চাইতে পারবে।ফেসবুক মেসেঞ্জার এবং পেপাল গতবছর গ্রাহককে কেনাকাটার জন্য তাদের পেপাল অ্যাকাউন্ট ম্যাসেঞ্জারে লিংককরার মাধ্যমে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয় । আর নতুন ঘোষণায় পিয়ারটু পিয়ার পেমেন্ট সমর্থন করবে। বর্তমানে ‘পিয়ার-টু-পিয়ার’ লেনদেন ব্যবস্থায় শীর্ষে রয়েছে পেপাল।আর চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পেপ্যালে মোট লেনদেন হয়েছে ২৪০০ কোটি মার্কিন ডলার।উল্লেখ্য, এই পিয়ার টু পিয়ার পেমেন্ট এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। যুক্তরাষ্ট্রে ২০ লাখ ৫ হাজারেরও বেশি পেপাল অ্যাকাউন্ট ইতোমধ্যে ফেসবুকের সাথে যুক্ত হয়েছে।পিয়ার টু পিয়ার পেমেন্ট অপশন অ্যাপলের নতুন পে ক্যাশ, স্কয়ার ক্যাশ, স্ন্যাপচ্যাটের পেমেন্ট এবং পেপ্যালের নিজস্ব ভেনমো অ্যাপের সাথে প্রতিদ্বন্ধিতা করবে।u

Post Top Ad

Your Ad Spot

Pages