Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 17, 2017

বাড়ি কিনার বিপরীতে পাচ্ছেন বিনামূল্যে `বউ`!

কি বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হওয়ার মতোই কথা। আসলে আমাদের আশেপাশে এমন সব গঠনা ঘটে থাকে, যা এতটাই আজব ধরনের যে মাঝে মাঝে তো বিশ্বাসই হয় না যে এমনটা বাস্তবিকই হয়েছে। যেমন খবরের কাগজের একটা বিজ্ঞানের কথাই ধরুন। বিজ্ঞাপনটিতেলেখা আছে, ‘আপনি যদি এই প্রপাটিটা কেনেন, তাহলে বিনামূল্যে স্ত্রী পাবেন।’সত্যিই সত্যিই কিন্তু এমনটা হয়েছে! ঘটনাটা ঘটেছে কিছু দিন আগেই। এক মহিলা এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন। তিনি রাজি ছিলেন সেই ব্যক্তির সঙ্গে বিয়ে করতে, যে তার বাড়িটি কিনতে রাজি থাকবেন।বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পর সারা দুনিয়ায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পরে গিয়েছিল। তারপর যা যা ঘটেছিল তা যে কোনও গল্পকে হার মানায়। মহিলা ইন্দোনেশিয়ার বাসিন্দা: ইউনা লিনা, ৪০ বছর বয়সের এইমহিলা ইন্দোনেশিয়ার সেলেমনের বাসিন্দা। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই তার পক্ষে সুবিশাল বাড়ির দেখভাল করা আর সম্ভব হয়ে উঠছিল না।এদিকে একাকিত্বও ঘিরে ধরছিল। তাই তিনি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে,এমন একটি বিজ্ঞাপন দেবেন যাতে তার দুটি সমস্যাই মিটে যায়।তবে আসলে ইউনা তার বাড়ি বিক্রি করারউদ্দেশ্য হাজির হয়েছিলেন এক বন্ধুর কাছে। সেই বন্ধু ছিলেন আসলে একজন রিয়েল এস্টেট এজেন্ট। সেই এজেন্ট সব কথা শোনার পর এমন বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইউনাকে।আসল লক্ষ্য ছিল কম সময়ে অনেকেই যাতে বাড়িটির বিষয়ে জানতে পারেন এবং তাড়াতাড়ি কেউ রাজি হয়ে যায় বাড়িটি কোনার জন্য, এই কথা ভেবেই এমন অভিনব বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। আর হয়েছিলও ঘটেছিলেও তেমনটা।বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পর দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল সমগ্র ইন্দোনেশিয়ায়। তারপর ইউনা স্বপ্নেও ভাবেননি যে এতটা জনপ্রিয়তা পাবে তার দেওয়া সেই বিজ্ঞাপন। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমি আসলে এক বন্ধুকে বলেছিলাম, এমন যদি কেউ থাকে যে জীবনসঙ্গী খুঁজছে এবং একই সঙ্গে একটা বাড়ি কেনার কথাও ভাবছে, তাহলে আমাকে যেন সে জানায়।বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়ার পর অনেকেই ইউনার কাছে দরবার করেছিলেন বিয়ের জন্য। কিন্তু কাউকেই যেন ঠিক পছন্দ হচ্ছিল না তার। এর মাঝেই একজনের সঙ্গে আলাপ হয়ে যায় ইউনার। প্রথমেই দেখাতেই সেই মানুষটিকে এতটাই পছন্দ হয়ে যায় যে তার সঙ্গেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইউনা। এইভাবে এক বিজ্ঞাপন দিয়ে শুরু হওয়া জার্নি শেষ হয় সুন্দর এক প্রেম কাহিনিতে এসে।

Post Top Ad

Your Ad Spot

Pages