Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 9, 2017

বাজার মাতাবে স্যামসাং গ্যালাক্সি এস ৯

১৫ সেপ্টেম্বর থেকেই বাজারে এসে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট ৮। নোট এইট বাজারে আসতে না আসতেই স্যামসাং গ্যালাক্সি এস৯ নিয়ে ফিসফাস শুরু হয়েছে। যেহেতু আগামী বছরের শুরুতে এস ৯ বাজারে আসার কথা, তাই কেমন কী হতে পারে এই ফোন, তা নিয়ে আলোচনাটা একটু বাড়াবাড়িই মনে হতে পারে। তবে কবে বাজারে আসবে তা নিয়ে আলোচনাটা শুরু হয়ে গিয়েছে।দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্য ‘দ্য কোরিয়া হেরাল্ড’ আভাস দিয়েছে, এস ৯ বাজারে আসতে পারে আগামী বছরের মার্চ মাসের মধ্যে। সুতরাং যা মনে করা হয়েছিল, তার আগেই লঞ্চ করানোর ভাবনা-চিন্তা রয়েছে ফোনটির। এই অনুমান ধরেই যদি আমরা এগোই তাহলে নভেম্বর থেকেই ওএলইডি ডিসপ্লে আমদানি করা শুরু করবে স্যামসাং। আসলে ফোন বাজারে আসার কয়েকমাস আগে থেকে ফোনের আনুষঙ্গিক জিনিসপত্র আমদানি করা হয়।গ্যালাক্সি এস ৯-কে বলা হচ্ছে প্রজেক্ট স্টার। তুখোড় এই ফোন বাজারে ব্যাপক হইচই ফেলবে বলে মন্তব্য করা হচ্ছে।কিউএইচডি+সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে-র এই ফোনেরও গ্যালাক্সি নোট ৮-এর মতোই স্ক্রিন।রেশিও একই ১৮.৫:৯।আরও বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস৯-এ থাকবে ৪জিবি র্যাম। গ্যালাক্সি এস ৮, গ্যালাক্সি এস ৮+, গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ-এরও তাই ছিল। গ্যালাক্সি ৮ এর মতোই ডুয়াল ক্যামেরা থাকবে এতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ এসওসি থাকবে স্মার্টফোনটিতে।

Post Top Ad

Your Ad Spot

Pages