Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 9, 2017

আপনার Android মোবাইলে চার্জ কমথাকে? ৮ টি টিপস আপনার জন্য

১.Live wallpaper ব্যবহার করবেন না।২.মোবাইলে Homesceen এ বেশি widgets ব্যবহার করবেন না ।৩.চার্জ 25 এর কম হলে চার্জ দিবেন।৪.কখনো চার্জ দিয়ে মোবাইল চালাবেন না,তাহলে মোবাইলের ব্যাটারির উপর প্রভাব পড়বে। আর কখনওই একবারে চার্জ শেষ করবেন না বা অতিরিক্ত চার্জ দিবেন না নাহলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়বে ।৫.আপনার ডাউনলোড করা apps গুলো যদি রানিং এ থাকে তাহলে তাহলে সেগুলো স্টপ করবেন,যেভাবে করবেন : settings →Application→running Application… আর মোবাইলের কিছু অপ্রয়োজনীয় apps running এ থাকলে সেগুলো ও স্টপ করে দিবেন এতে কোন সমস্যা হবে না । হলে মোবাইল অপ করে অন করবেন তাহলেই ঠিক হয়ে যাবে ।৬.কখনওই কোন apps কে হোম বাটন টিপ দিয়েবের হবেন না ।তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে। আপনি exit করে বের হবেন।৭.মোবাইলের স্ক্রিন উজ্জ্বলতা কমিয়েরাখবেন।৮.ওয়াইফাই,অটো রোটেশন,ব্লুতুথ সবসময় অন না রাখাই ভালো।এভাবে নিয়ম মেনে চললে আপনি আপনার মোবাইলে চার্জ বাঁচাতে পারবেন, ফলে সেটি বেশিক্ষন টিকে থাকবে।

Post Top Ad

Your Ad Spot

Pages