Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 23, 2017

ম্যালওয়্যার এবারের লক্ষ্যবস্তু অ্যাপল ম্যাক বহারকারীরাই, তাই সাবধান

বাংলায় পড়েনঅ্যাপলের ম্যাক ব্যবহারকারীদের লক্ষ্য করে এবার নতুন ম্যালওয়্যার বানানো হয়েছে বলে সতর্ক করে দিয়েছে নিরাপত্তা গবেষকরা।নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেট এবং এলিয়েনভল্ট র্যানসমওয়্যার এবং স্পাইওয়্যার প্রোগ্রাম দুটি খুঁজে পেয়েছে।প্রতিষ্ঠান দুটির দাবি, এই প্রোগ্রামের পেছনের উদ্ভাবনকারীরা পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তাদের কোড তৈরির ‘ব্যাপক অভিজ্ঞতা’ রয়েছে। গবেষকরা আরো বলেন, এই ম্যালওয়্যার কোড উইন্ডোজ মেশিনকে খুব একটা লক্ষ্যবস্তু করা হয় না।এ ব্যাপারে ফ্রন্টিয়ারের গবেষক আমির লাখানি ম্যাক ব্যবহারকারীদের পরামর্শদেন, ম্যাক কম্পিউটারটি হালনাগাদ নিশ্চিত করুন এবং ই-মেইলে মেসেজ রিসিভের ক্ষেত্রে সতর্ক থাকুন।এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই র্যানসমওয়্যার ফাইল এনক্রিপ্ট করে প্রকাশের আগে ব্যবহারকারীর কাছে অর্থ দাবি করা হয়।.Read EnglishApple researchers warned that new malware has been developed by Apple Macusers.The security organization Fortuneet and Alienwald Ransomware and spyware programs have found two.Both of the organizations claim that the innovators behind this program have ‘extensive experience’ of professional software engineers and their code creation.Researchers say this malware code is not very targeted at the Windows machine.Regarding this, Frontier researcher Amir Lakhani advised Mac users, make sure to update the Mac computer and be cautious about the reception of e-mail messages.Meanwhile, the BBC report said that the Ransomware files are encrypted and moneyis claimed before the user.

Post Top Ad

Your Ad Spot

Pages