Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 22, 2017

[Bangla Lyrics] Ondhokar Ghore(অন্ধকার ঘরে) By Paper Rhyme From The Album Paper Rhyme

শিরোনামঃ অন্ধকার ঘরেকথাঃ তানভীর জামানকন্ঠঃ আহমেদ সাদটিউনঃ তানভীর জামানব্যান্ডঃ পেপার রাইমঅ্যালবামঃ পেপার রাইমঅন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়েকেটে যায় আমার সময়তুমি গেছো চলেযাওনি বিস্মৃতির অতলেযেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরেতবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়েআমি রয়েছি তোমার অপেক্ষায়……নিকষ কালো এই আঁধারেস্মৃতিরা সব খেলা করেরয় শুধু নির্জনতানির্জনতায় আমি একাএকবার শুধু চোখ মেলোদেখো আজ পথে জ্বালি আলোতুমি আবার আসবে ফিরেবিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।কিছু পুরোনো গানকিছু পুরোনো ছবির অ্যালবামএসবই আমার সাথী হয়ে রয়কাকডাকা ভোরেযখন সূর্য ঢুকে ঘরেকালো পর্দায় বাধা পেয়ে সরেযায়আমার এই জগত বড় আগলে রাখে আমায়তবু মাঝে মাঝে মনে হয়মৃত্যুই কি শ্রেয় নয়আমি রয়েছি তোমার অপেক্ষায়নিকষ কালো এই আঁধারেস্মৃতিরা সব খেলা করেরয় শুধু নির্জনতানির্জনতায় আমি একাএকবার শুধু চোখ মেলোদেখো আজ পথে জ্বালি আলোতুমি আবার আসবে ফিরেবিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়অস্তিত্বের প্রয়োজনেচাই তোমাকে এখানেআমি রয়েছি তোমার অপেক্ষায়নিকষ কালো এই আঁধারেস্মৃতিরা সব খেলা করেরয় শুধু নির্জনতানির্জনতায় আমি একাএকবার শুধু চোখ মেলোদেখো আজ পথে জ্বালি আলোতুমি আবার আসবে ফিরেবিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

Post Top Ad

Your Ad Spot

Pages