Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 24, 2017

[Apps Review]আপনার ফোনে ফুল চার্জ থাকা সত্বেও কি চার্জ কেটে যাচ্ছে,ফোন ব্যাবহার না করলেও চার্জ কেটে যাচ্ছে,তাহলে এই পোস্টি আপনার জন্য৷

আসসালামু আলাইকুম!কেমন আছেন সকলে? সবাই কে ইদ মোবারক জানাচ্ছি,এই ঈদ যেন আপনাদের জীবনে বয়ে আনুক সূখের অনাবিল আনন্দযাইহোক অনেক বলে ফেল্লাম,এবার কাজের কথাই আসি!আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাপ ফোনে অটোমেটাকলি চার্জ কেটে নেওয়ার সমস্যার সমাধান করবেনবিস্তারিত#আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আছি তারা বেশি দামের ফোন ইউজ করতে পারি না,প্রায় আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল ব্যাবহার করি,আর অরজিনাল হলেও 5-6 হাজার টাকার ফোন ব্যাবহার করি,এই সব ফোনের সব চেয়ে খারাপ ব্যাপার হলো ব্যাটারির ব্যাক্যাপ খুব কম এবং সহজেই চার্জ খতম হয়ে যায় এইটা খুব বিরক্তিরকর ব্যাপার৷কিন্তু কথায় আসে নাই মামার চাইতে কানা মামাই ভালো,তাই আমাদের যা আছে আমরা তা নিয়েই খুশি থাকি৷#আসলে বলতে কি আমিও এই একই ঝামেলা পরেছিলাম,কিছুদিন আগে যে ফোন ব্যাবহার না করলেও ফোন এ চার্জ কেটে নিচ্ছে এবং দ্রুত ফুরিয়ে যাচ্ছে৷তো বের করে ফেল্লাম,এর প্রতিকার৷#এই পোস্টে অামি যে অ্যাপস দিবো তা হয়ত সবাই জানতো পারেন,আর না জানলে পোস্টি পরুন,আর বুঝতে না পারলে কমেন্ট করুন,এই পোস্ট শুধু তাদের জন্য ই যারা এই সমস্যার সম্মুক্ষিন হয়েছেন এবং প্রতিকার খুজছেন৷অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত•• অ্যাপসটি প্লেস্টোরের রেটিং 4•7/5,তাহলে ভেবে দেখুন কত রেটিং পাওয়া গেছে এবং কত মানুষ ব্যাবাহার করেছেন৷••অ্যাপস্টি সম্পর্কে কেউ বাজে মন্তব্য করে নি,আর যে একবার ব্যাবহারকরেছেন সে কখনই খারাপ বলবেন,না৷•• অ্যাপসটি যে সুধুই আপনার ফোনের চার্জ এর সুরক্ষা দেবে তাই নই আপনার চোয়কেউ রাখবে সুরক্ষিত৷•• যারা রাত যেগে ইন্টারনেট ব্রাউজ করেন তাদের জন্য বেস্ট অ্যাপ৷••আর অ্যাপসটির সাইজ ও বেশি না,মাত্র 1 এমবি৷•• আমার ফোনে এমবি না থাকাই লিংক দিতেপারলাম না তবে কিভাবে পাবেন এবং ডাওনলোড করবেন তা ফুল প্রোসেস আমি বলে দিবো৷•• অ্যাপসটি আপনার ফোনের ব্রাইটনেস কনট্রোল এ রাখে ৷All Installtion Process•• প্রথমে প্লে স্টোর এ যান এবং সার্চকরুন”Night Moad”.•• সবার প্রথমে যেটা আসবে সেটা ডাওনলোড করবেন৷নিচের Sshot Follow করুন৷▼[image]▼[image]ডাওনলোড করার পর অ্যাপসটিকে হোম স্কৃনে নিয়ে আসুন এবং অপেন করুন▼[image]▼[image]এবার “Start ” এ ক্লিক করুন,তার ব্রাইটনেল লেভেল Swap করে 45-50 এ রাখুন৷তার পর দেখুন আপনার ফোনের ব্রাইটনেসকমে এসেছে এবং Notifiqation প্যানেলে একটি Moon Icon দেখা যাচ্ছে ৷▼[image]▼[image]ব্যাস কাজ শেষ, এবার আরামসে চালাতে থাকুন,এখন সারারাত ফোন রেখে দিলেও চার্জ কাটবে না এবং আগের তুলনায় বেশি চার্জ থাকছে৷কিছু কথা বলিআসলে এই অ্যাপসটি অসাধারন কাজ করে,আমার ফোনে চার্জ ছিলো 14%৷আমি 30-40 মিনিট ধরে পোস্ট করলাম চার্জ কাটলো মাত্র 2%৷ অবাক কান্ড!!!!!!!!☞☞☞☞☞☞☞☞☞⇡☞☞☞☞☞☞☞☞☞☞☞☞সম্পূর্ন ক্রেডিটঃ Rudro

Post Top Ad

Your Ad Spot

Pages