Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 28, 2017

[ইসলামের কথা] ইসলামের দৃষ্টিতে যিনা কি এবং এর শাস্তি

off-lineইসলামের দৃষ্টিতে যিনা করা অত্যান্ত বড় একটি পাপের কাজ, যাহা থেকে পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তায়ালা বার বার বিরত থাকতে বলেছেন। আজ জেনে নিন যিনা কত প্রকার ও কি কি ?ব্যভিচারীর শাস্তি কি ? ব্যভিচারীর তওবা কবুল হয় কি ?যিনা বিভিন্ন প্রকার হতে পারে। নিজেরস্ত্রী বা দাসী ব্যতীত অন্য মহিলার সাথে জৈবিক চাহিদা পূরণ করাকে যৌনাঙ্গের যিনা বলে। এছাড়া চোখের যিনা হচ্ছে মাহরাম ব্যতীত অন্য মহিলার দিকে কামনার দৃষ্টি নিক্ষেপ করা।মুখের বা জিহ্বার যিনা হচ্ছে কামভাবেকথা বলা (বুখারী, ফাতহুল বারী হা/৬২৪৩, ১১/৩০)।অবিবাহিত ব্যভিচারীর শাস্তি ১০০ বেত্রাঘাত এবং বিবাহিতের শাস্তি হচ্ছে রজম (কোমর পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা) (ইবনু মাজাহ হা/২৫৫০ ; ইরওয়া হা/২৩৪১)।উল্লেখ্য, দেশের শাসক বা তার প্রতিনিধিই কেবল এই শাস্তি কার্যকর করতে পারেন (ফাতাওয়া লাজনা দায়িমাহ , ২২/৩৫)।যিনা-ব্যভিচার কবিরাহ গুনাহ। তওবা ব্যতীত এ গোনাহ মাফ হয় না। ব্যভিচারী ব্যক্তি ঐ গর্হিত কর্ম থেকে ফিরে এসার জন্য অনুতপ্ত হয়ে খালেছ অন্তরে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ (তওবা-৮২ ;ফুরকান-৬৮-৭০)।

Post Top Ad

Your Ad Spot

Pages