Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

ফোনের চার্জ অটোমেটিক ফুরিয়ে যাওয়ার সমস্যা থেকে এবার পরিত্রাণ পান,কমিয়ে নিন ব্যাটারি ড্রেইন খুব সহজেই,তাও আবার কনো প্রকার এপ ছাড়াই!!!

আজ আপনাদেরদেখাবো কিভাবে খুবসহজেই আপনারফোনের ব্যাটারিড্রেইন কমাবেন, কনোএপ ব্যবহার না করে।অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীরাএই একটা ভোগান্তি তে বেশি ভোগেন,সেটা হচ্ছে ব্যাটারি ড্রেইন!ফোনে চার্জ বেশি যাচ্ছে কেন?ফোনে চার্জ থাকেনা কেন?আমি তো ফোন চালাই নাই,তাহলেঅটোমেটিক চার্জ ফুরিয়ে যাচ্ছেকেনো?ব্লা ব্লা ব্লা…..ব্যাটারি নিয়ে আরোঅনেক অভিযোগ এন্ড্রোয়েড ইউজারদের!যদিও এটার জন্যে আমরা নিজেরাইদায়ী।।।কিভাবে ভাবছেন?তাহলে বলি শুনুনঃআপনার ফ্রেন্ডের কাছ থেকে একটাদারুন গেম শেয়ার করে নিলেন, এবারসেটা ইন্সটল করে উধুম খেলা শুরুকরলেন!আর এদিকে যে আপনার wifi টা অনহয়েই আছে সেদিকে আপনার কনোখেয়ালই নেই।ফোনে মুভি দেখছেন খুব মন দিয়ে অথচএদিকে যে আপনার ব্লুটুথটা অন হয়েআছে সেদিকে আপনি লক্ষ্যহীন!ম্যাসেঞ্জারে গার্লফ্রেন্ডের সাথেচ্যাট করছেন আরামছে, কিন্তু এদিকেব্যাকগ্রাউন্ড এপ ক্লিয়ার না করে শুধুম্যাসেঞ্জারের পুকিং পুকিংআওয়াজে মেতে উঠেছেন আপনি, তাওআবার এদিকে কারণ ছাড়াইলোকেশনটা অন করে রেখেছেন!তাহলে কেনো ব্যাটারির চার্জ দ্রুতযাবেনা আমাকে বলতে পারেন???।আপনি এখন হয়ত ভাবছেন আমি বড্ড বেশিবকছি,জি না ভাই আমি জাস্ট আমাদের ছোটছোট ভুলগুলো যেগুলো আমরা অনায়াসেকরে থাকি, যেসবের কারণে আমাদেরফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় সেসবধরিয়ে দিচ্ছি!তাহলে এবার চলুনসমাধাণের দিকে পাবাড়াই,চলে যাই মেইনটপিকেঃনিচের স্ক্রিনশটগুলো ভালোভাবে ফলোকরবেন।আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজকরবেন।তাহলে প্রথমে আপনার ফোনের সেটিংএ চলে যান।এবার সেটিং থেকে Wifi নামের অপশনটিখুঁজে বের করুন।তারপর সেটায় প্রবেশকরুন।তারপর নিচের চিত্রে দেখানো জায়গায়ক্লিক করুন।এবার Advance এ ক্লিক করুন।তারপর keep wifi on during sleep লিখায়ক্লিক করুন।এবার Never সিলেক্ট করুন।ব্যাস কাজ শেষ। আর wifi ব্যবহার নাকরলে সবসময় wifi অফ রাখবেন অবশ্যই।.এখন আবার আপনার ফোনের সেটিং এচলে যান।তারপর location নামের অপশন টা খুঁজেবের করুন।তারপর সেটায় ক্লিক করুন।এবার নিচের চিত্রে দেখানো জায়গায়ক্লিক করুন।তারপর Scanning লিখায় ক্লিক করুন।এবার নিচের চিত্রের মত দুটো অপশনদেখতে পাবেন, দুটোই অফ করে দিন।তারপর আবার আপনার ফোনের সেটিং এচলে যান।এবার Account নামের অপশনটি খুঁজে বেরকরুন।তারপর চিত্রে দেখানো জায়গায় ক্লিককরুন।তারপর Auto Sync Data এর পাশের টিকচিহ্নটা তুলে দিন।তারপর আবার আপনার ফোনের সেটিং এফিরে যান,তারপর Printing নামের অপশনটি খুঁজে বেরকরুন।তারপর সেটায় ক্লিক করুন।এবার Cloud Print এ ক্লিক করে সেটা অফকরে দিন।আবার ফোনের সেটিং এ ফিরে আসুন।তারপর App এ ক্লিক করুন।তারপর google app নামের এপটি খুঁজে বেরকরে সেটা Disable করে দিন।(দরকারপড়লে আবাএ enable করবেন)এবার যারা এন্ড্রোয়েড ভার্সন ৬ এরউপরে ইউজ করেন তাদের জন্য আরো একটিবেশি অপশনের কাজ আছে।আপনারা প্রথমে আপনার ফোনের PhoneAssist এ প্রবেশ করুন।তারপর boot optimizer এ ক্লিক করুন।এবার এখানে আপনি কিছু এপ্স দেখতেপাবেন,যেগুলো ব্যাকগ্রাউন্ড এ চলে।এখান থেকে যেগুলো আপনারব্যাকগ্রাউন্ড এ চালানোর দরকার নেইসেগুলো অফ করে দিন।ব্যাস!!! এবার আপনার ফোনটা একবারReboot দিয়ে দিন।ল,আর তারপর দেখুনআপনার ফোনের ব্যাটারি ড্রেইনঅনেকাংশে কমে গেছে!

Post Top Ad

Your Ad Spot

Pages