Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

আপনার প্রেমিকা বা সঙ্গী বা ভালোবাসার প্রিয় মানুষটি রেগে গেলে যা করবেন।

অনেক সময় আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। কথায় কথায় প্রিয় মানুষটির সঙ্গেবিবাদে জড়িয়ে যান। কিন্তু এতে বিচলিত হলে চলবে না, শুধু মাত্র বুদ্ধির বলেই আপনি নিজের আবেগকেকন্ট্রোল করে সঙ্গী বা ভালোবাসার মানুষটিকে খুশি করতে পারেন।আর যারা প্রেম করেন তাদের মতে সঙ্গীকে খুশি করা বা তার রাগ ভঙ্গানোর মতো কঠিন কাজ আর হয় না।তবে এ ব্যপারে অনেকে বলেন, সঙ্গীকে মানানো নাকি অনেক কঠিন কাজ। এক সপ্তাহে সঙ্গী রাগ করলে পরের সপ্তাহে অনেক কাঠ-খড় পুড়িয়ে রাগ ভাঙ্গাতে হয়। আবার অনেকে আছেন যারা রাগকে কোন রকম কেয়ার করেন না। যা হবার হবে এটা ভেবে বসে থাকেন।আবার কেউ কেউ কোনও উপায় বাদ রাখেন না ভালোবাসার মানুষটিকে মানাতে। কিন্তু এমন করলে কি চলবে? সম্পর্ক টিকিয়ে রাখতে মাঝে মাঝে একটু খুনসুটিতো হতেই পারে, তাই বলে বসে থাকলে তো চলবে না। তাহলে দেরি কেন?আসুন জেনে নিই সঙ্গী রেগে গেলে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন? এতে আপনি অবশ্যই সফল হবেন।প্রেমিকার হালকা রাগপ্রেমিকা হালকা রেগে গেলে একটু বুদ্ধি করে আপনি চললেই খুব সহজেই তাকে মানাতে পারবেন। তবে মনে রাখতে হবে এ রাগের ক্ষেত্রে কখনও তাকে মানাতে বেশি দেরি করতে যাবেন না। কারণ দেরি করলেই সেই রাগ থেকে অভিমান জন্ম নেবে। প্রথমে তাকে ঠাণ্ডা মাথায় মানাতে চেষ্টা করুন। কোন মতেই রেগে বা উচ্চ স্বরে কথা বলতে যাবেন না। অনেকটা স্বাভাবিক হয়েগেলেও সঙ্গী চাইবে আপনার থেকে আরো বেশি কিছু, মানে আপনি তাকে আরো মানান। তখন তাকে একটি ভালোবাসার লাল রঙের গোলাপ উপহারদিনমোটামুটি রাগ করলেএই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানথাকতে হবে। কারণ এটা এমন এক পরিস্তিতি যাতে আপনি একটু ভুল হলেই আপনাকে পস্তাতে হবে। প্রেমিকা সাধারণত এ অবস্থায় বেশরাগী মুডে থাকে। তাই তার রাগ কমতে সময় দিন। যদি নিজে ভুল করেন তাহলে তা অকপটে স্বীকার করুন। তবে তাকে সুন্দর করে ব্যপারটা বলুন এবং বোঝান।রাগ যদি খুব বেশি হয়আপনার প্রেমিকা যদি খুব বেশি রাগী হয় তাহলে সে যা খুশি তাই করতে পারে। আবার যদি খুব বেশি রাগী না হয় তারপরও কোনও নিশ্চয়তা নাই। তাই সাবধান থাকুনযাতে আপনার প্রেমিকা এ অবস্থায় না যান। এসময় ভুলেও তার সঙ্গে দেখা করতে যাবেন না। ফোনে এ কথা বলতে গিয়ে যদি রাগী হয়ে যান আর ফোনটা ঠাস করে রেখে দেন! তারপরও আপনি আবার ফোন দেন তাকে। এসময় ফোন ধরার সঙ্গে সঙ্গে তাকে খুব মধুর সুরে সরি বলুন।আপনি যদি ভুল করে থাকেন তাহলে তা মেনে নিন সঙ্গে সঙ্গেই। আর যদি ভুলটা তার হয়ে থাকে তাহলেও সেই সময় আপনি আপনার নিজের কাধে দোষ নিয়ে নিন। পরে যখন তার রাগ কমে যাবে তখন তার ভুল ধরিয়ে দিন। দেখবেন এতে সঙ্গী লজ্জিত হয়ে আপনার কাছে ক্ষমা চাইবে।তবে একটা বিষয় ভুলে গেলে চলবে না,রাগ ভাঙ্গাতে আপনাকে খুব বেশি সময় দেয়া হবে না। মেধা খাটিয়ে বুদ্ধির বলে আপনাকে দ্রুত পেমিকাকে মানাতে হবে। তবেই আপনিসফল হবেন।

Post Top Ad

Your Ad Spot

Pages