Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 22, 2017

জীবনটাকে ১০০% উপভোগ করার গোপনমূলমন্ত্র!

একটাই জীবন মানুষের। আর এই ছোট্টজীবনটাকে ঘিরেই কত আয়োজন আমাদের সবার।ছোট বেলা থেকে বড় হওয়া পর্যন্ত যাকিছুকরা হয়, সবই তো এই জীবনের জন্যই। আর এইজীবনটাকেই যদি উপভোগনা করে পৃথিবী থেকে চলে যেতে হয়? নিশ্চয়ই আফসোস থেকে যাবে তাই না? ছোট্ট এইজীবনটাকে উপভোগ করা খুব কঠিন কোনো কাজনয়। খুব সহজেই জীবনটাকে উপভোগকরতে পারবেন। কেবল মনে রাখুন কিছু মূলমন্ত্র।, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকুন জীবনটাকে উপভোগ করতে হলে খারাপ বন্ধুদেরথেকে দূরে থাকার চেষ্টা করুন। খারাপ বন্ধুরা খুব সহজেই জীবনেরমজাটাকে মাটি করে দিতে পারে। কিছু বন্ধুএকেবারেই নেতিবাচক ধরণের হয়। এধরণেরনেতিবাচক বন্ধুদের থেকে দূরত্ব বজায়না রাখলে আপনারও জীবন সম্পর্কে নেতিবাচকধারণা জন্মে যাবে। তাই এধরণের বন্ধুদের সাথে মেলামেশা না করাই ভালো। নিজের ইচ্ছার প্রাধান্য দিন নিজের ইচ্ছার প্রাধান্য দিন সবসময়েই।নাহলে মন থেকে কখনোই সন্তুষ্ট হতে পারবেননা। আপনার মন যদি কোনো ব্যাপারে সায় দেয়এবং সেটা যদি কোনো অন্যায় কাজনা হয়ে থাকে তাহলে অবশ্যই মনের কথাশুনুন।প্রয়োজনে গতানুগতিক নিয়ম ভেঙে ফেলুন। নিজের জন্য সময় রাখুন নিজের জন্য কিছুটা সময় রাখুন সবসময়েই।জীবনের হাজারো ব্যস্ততার মাঝেওএকটুখানি সময় সবসময়েই নিজেকে দেয়ারচেষ্টা করুন। এইসময়টা নিজেকে না দিলে সারাজীবন আফসোসথেকে যাবে। নিজের জন্য বিশেষ এই সময়টাতে শুধু নিজের পছন্দের কাজ করুন।নিজেকে নিজেই উপভোগ করুন এই সময়ে। নতুন নতুন বিষয় শিখুন শেখার মধ্যে আছে আনন্দ। নতুন কিছুশিখলে জীবনের একঘেয়েমি অনেকটাই দূরহয়ে যায়। তাই প্রতিনিয়তই নতুন নতুন বিষয়শেখার চেষ্টা করুন। নিজেকে ব্যস্ত রাখুননানান কোর্সে। নিজের শখের বিষয়গুলোতেওআরেকটু এক্সপার্ট হয়ে নিন কিছু কোর্সের মাধ্যমে। এতে জীবনটাকে অনেকটাই উপভোগ্যমনে হবে। ছোটখাটো বিষয় লক্ষ্য করুন জীবনের চলার পথে ছোটখাটো বিষয়গুলোকে লক্ষ্য করুন। একটু লক্ষ্য করলেই আনন্দখুঁজে পাবেন ছোটখাটো নানান বিষয় থেকে।পথের ধারের চায়ের দোকানেরআড্ডা থেকে ঘরের বেডরুমে ভুলকরে ঢুকে যাওয়া একটি প্রজাপতি, সব কিছু দেখেই জীবনটাকে অনেক সুন্দর মনে হবে। মাঝে মাঝে অ্যাডভেঞ্চার করুন জীবনটাকে উপভোগ করতে হলে মাঝে মাঝে একটুঝুঁকি নেয়ার প্রয়োজন আছে। সবসময়েই গদবাঁধা নিয়মেরবেড়াজালে নিজেকে জড়িয়ে না রেখে মাঝেমাঝে একটু অ্যাডেভেঞ্চার করুন। হুটকরেইঘুরে আসুন অ্যাডভেঞ্চারাস কোনো স্থান থেকে।

Post Top Ad

Your Ad Spot

Pages