Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 27, 2017

চুল পড়া ঠেকাতে পেয়ারা পাতা বেশ কার্যকরী

মাথার সৌন্দর্য ধরে রাখতে অপরিসীম ভূমিকা রাখে চুল। যাদের মাথায় চুল কম থাকে বা একেবারেই থাকে না অর্থাৎ টাক থাকে, তারাই হয়তো চুলের মর্যাদা ভালোভাবে অনুভব করতে পারেন। আর যাদের মাথা চুলে পরিপূর্ণ তাদের চুলের বাহার দেখলে টাক মাথার মানুষের বেদনা আরও বেড়ে যায়।অনেকেই ঝরে পড়া চুল নতুন করে গজানোর আশায় বিভিন্ন কোম্পানির উর্ভরজাত পণ্য বা ওষুধ ব্যবহার করেন। চুল না থাকা সত্ত্বেও মাথার পরিপূর্ণ সৌন্দর্য ধরে রাখতে কেউ কেউ নকল চুলও ব্যবহার করেন। যাহোক, চুল পড়া ঠেকাতে পেয়ারা পাতা বেশ কার্যকরী বলে একদল বিজ্ঞানীর মত। চুল ধরা রোধে পেয়ারা পাতার ব্যবহার সবচেয়ে কার্যকরী এবং প্রাকৃতিক উপায় বলে বর্ণনা করেছেন তারা।গবেষকদের দাবি, পেয়ারা পাতা নিয়মিত ব্যবহারের ফলে মাথার চুলের ঝরে পড়া রোধ হয় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন বি যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই উপকারী।তাদের আরো দাবি, পেয়ারা পাতা অবশ্যই মাথার চুল ঝরে পড়া রোধ করবে। সেইসঙ্গেনতুন চুল গজাতে সাহায্য করবে। এটি চুলের সংযুক্তিস্থল অর্থাৎ গ্রন্থিকোষ ও শিখড়কে অনেক শক্ত করে।ব্যবহারের বিধিমালা :কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার পানিতে২০ মিনিট সিদ্ধ করার পর এর সঙ্গে ঠাণ্ডা পানির মিশ্রণ দিতে হবে। এরপর তা মাথার খুলিতে দিয়ে এক ঘণ্টা পর মাথা পরিষ্কার করতে হবে। এই পদ্ধতিতে ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগেকরাই শ্রেয়।

Post Top Ad

Your Ad Spot

Pages