Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 5, 2018

আমার চোখ থেকে সবসময় পনি ঝরে কেন দয়া করে উওর টি দিন?

বেশীর ভাগ ক্ষেত্রে পানি পড়া বন্ধ হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রোবিং সার্জারীর মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হয়। তরুণ বয়সে নেত্রনালীর সমস্যার কারণে চোখ হতে পানি পড়লে নিয়মিত ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক ড্রপ, কোন কোন ক্ষেত্রে এন্টিবায়োটিক / স্টেরইড এর মিশ্রন ব্যবহার করলে এ সমস্যা অনেকাংশে লাঘব হয়। নেত্রনালী সমস্যা ব্যতিত অন্য কারণে পানি পড়লে সে কারণ চিহ্নিত করে ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা করাতে হবে। এবং চিকিৎসা আরম্ভ হলে কতটুক ক্ষতি হওয়ার আশংকা আছে ডাক্তারগণই আপনাকে জানাবে।

Post Top Ad

Your Ad Spot

Pages