Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 10, 2018

বৈসাখি ১৪২৫ বাংলা মেসেজ, শুভ নববর্ষ পহেলা বৈশাখের sms, পহেলা বৈশাখ sms

আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে পহেলা বৈশাখ…আজ শুধুই ভালবাসার উজানে, বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার ভালবাসা জমা থাক।আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে পহেলা বৈশাখ।শুভ নববর্ষ !!২একটু আলো, একটু আধার, বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার।কিছু দুঃখ, কিছু সুখ, সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ।বাংলা নবর্ষের পদার্পনে, এসো শানিত হই নবপ্রাণে… শুভ নববর্ষ৩ঢাক ঢোল মাদলের তালেরং বেরঙের মনের দেয়ালেবাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।******শুভ নববর্ষ*******৪রাঙা আবির মেখে চোখে চোখেমনের কথা সে বলছে,নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।রং মেখে ললনা, হালে দুলে চলনা।এমন দিনে কেউ করোনা ছলনা।“শুভ পহেলা বৈশাখ”৫ঝরে গেল আজ বসন্তের পাতানিয়ে যাক সঙ্গে সব মলিনতা।বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”।৬বসন্তের আগমনে কোকিলের সুরগ্রীস্মের আগমনে রোদেলা দুপুরবর্ষার আগমনে সাদা কাঁশফুলতাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুলশুভ নববর্ষ…৭পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণনতুন বছর সবাই গাইবো বৈশাখের গান।এসো হে বৈশাখ এসো এসো…৮মুছে যাক সকল কলুষতাশান্তির বার্তা নীল খামে পাঠালামসুদিনের সুবাতাস তোমায় দিলাম।******শুভ নববর্ষ*******৯নতুন সূর্য, নতুন প্রাননতুন সুর, নতুন গাননতুন উষা নতুন আলোনতুন বছর কাটুক ভালো।কাটুক বিষাদ, আসুক হর্ষশুভ হোক নববর্ষ।১০নতুন পোশাক নতুন সাঁজনতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি,শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ…পর্ব ৪১আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকেজানাই…শুভ নববর্ষ!!২ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই “শুভ পহেলা বৈশাখ”।৩যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর। *শুভ নববর্ষ*৪যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর। *শুভ নববর্ষ*৫আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে। মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুন ভাবে গড়বে, আবার নতুন সপ্ন দেখবে নববর্ষের টানে। শুভ নববর্ষ।৬রেশমী চুরি আর রঙিন শাড়ি, ইলিশ ভাজি আর পান্তা হাড়ি । ঢাক ঢোল আরতবলা। নতুন সাজে সাজল বাংলা। এলোরে পহেলা বৈশাখ। *শুভ নববর্ষ*।

Post Top Ad

Your Ad Spot

Pages