Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 8, 2018

কিবোর্ডের ফাংশন-কী : F1 থেকেF12 পর্যন্ত!

কম্পিউটারে আমরা অনেকেই অনেক রকম কাজ করি। কিন্তু এর পরেও কম্পিউটারের হাতের কাছের অনেককিছুই আমাদের অজানা রয়ে যায়। যার ফলে অনেক সহজ কাজও আমাদের করতে হয় নানান সব জটিলতার মধ্যে দিয়ে। অথচ আমরা যদি এই সব ছোট খাটো বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি তখন হয়ত আমাদের কম্পিউটারে কাজ করার গতি আরো বৃদ্ধি পাবে।তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি কম্পিউটারের কিবোর্ডে অবস্থিত ফাংশন কী গুলোর কাজ। মূলত ফাংশন কী ব্যবহৃত হয় কম্পিউটারের ফাংশনগুলোতে অতি অল্প সময়ে কাজ করার জন্য। কিবোর্ডে এমনি F1 থেকে F12 পর্যন্ত মোট ১২ টি ফাংশন কী আছে। আর খুব স্বাভাবিকভাবেই সবগুলো ফাংশন কী গুলোর কাজ ভিন্ন ভিন্ন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এইসব কী গুলোর কাজ।F1 – এই কী টির কাজ হলো হেল্প মেনু চালু করা। অর্থাৎ আপনি যেই প্রোগ্রামেই থাকুন না কেন কিবোর্ড থেকে সরাসরি F1 চাপলেই সেই প্রোগ্রামে অবস্থিত HELP সেন্টার / গাইডটি আপনার সামনে হাজির হয়ে যাবে।F2 – কোন ফোল্ডার Rename করার জন্য এই কী টি ব্যবহার করা হয়।F3 – এই কী টি চাপলে মাইক্রোসফট উইন্ডোজ, অফিস , ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামে সার্চ করার অপশন চালু হবে।F4 – দিয়ে মাইক্রোসফট অফিসে সর্বশেষ কাজ/লাইনটি দ্রুত পেষ্ট করা যায়। একে last action performed Repeat বলা হয়ে থাকে। আর তাছাড়া Alt+F4 প্রেস করে প্রোগ্রাম দ্রুত বন্ধ করা যায়।F5 – এই কী টি মূলত কম্পিউটারে Refresh করার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া এটি ইন্টারনেট ব্রাউজারে পেজ Reload করার কাজেও ব্যবহৃত হয়।F6 – প্রেস করে ইন্টারনেট ব্রাউজারে কার্সারকে এড্রেসবারে নিয়ে যাওয়া যায়।F7 – এই কী টি ব্যবহার করে মাইক্রোসফট অফিসে গ্রামার কারেকশন করা যায়।F8 – কম্পিউটার চালু হওয়ার সময় এই কী টি প্রেস করে কম্পিউটারটিকে Safe Mode এ চালু করা যায়।F9 – প্রেস করে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার চালু করা যায়।F10 – প্রেস করে দ্রুত মেনুবার নির্বাচন করা যায়।F11 – কী দ্বারা দ্রুত ফুল স্ক্রীন করা যায়।F12 – দিয়ে Avro Keyboard এ ইংরেজি থেকে বাংলা লেআউটে কনভার্ট করা যায়।আমার জানা মতে এই কি গুলো দিয়ে মোটামুটি এই সব কাজ করা যায়। যদি আপনি এই কী গুলোর আরো বেশ কিছু কাজ জেনে থাকেন তাহলে কমেন্টস করে তা আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Post Top Ad

Your Ad Spot

Pages