Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 8, 2018

গেমিং ল্যাপটপ আনলো স্যামসাং

নতুন একটি গেমিং ল্যাপটপ আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং অডিসি জেড। এটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের গেমিং ল্যাপটপ।হালকা পাতলা ওজনের এই ল্যাপটপটিতে জেড এয়ারফ্লো কুলিং সিস্টেম এবং জেড ব্লেড ব্লোয়ার রয়েছে।ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এতে সিক্স কোর ইনটেল কোর আই সেভেন এইটথ জেনারেজনের প্রসেসর ব্যবহার করা হয়েছে।স্যামসাংয়ের নতুন ল্যাপটপটিতে আছে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৬০ ম্যাক্স পি গ্রাফিক্স কার্ড। এটি ম্যাক্স কিউ মডেলের প্রসেসরের চেয়ে ১০ গুণ বেশি গতির।গেমিং ল্যাপটপটিতে ১৬ জিবি ডিডিআর ফোর র‌্যাম এবং ১ টেরাবাইট এসএসডি আছে। এর জিপিইউ ৬ জিবি ডিডিআর ৫ মেমোরির।দ্রুত গতির এই ল্যাপটপটিকে ঠান্ডা করার জন্য রয়েছে ভেপর চেম্বার। এবং দুইট ব্লোয়ার ফ্যান।

Post Top Ad

Your Ad Spot

Pages