Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 10, 2018

ইসলামী শরীয়ত ও বিয়ে সম্পর্কিত প্রচলিত কু-প্রথাসমূহ

প্রতিটি মানুষের জীবনেই বিবাহ একটি গুরুত্বপূর্ণবিষয় । বিবাহ করা নবীগণের (আলাহিসসালাতু আসসালাম) সুন্নাত । রাসুল(সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন :- "যে বাক্তি বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। (দারিমী-কিতাবুন নিকাহ)"ইমাম রাগিব বলেন :-"বিয়েকে দুর্গ বলা হয়েছে,কেননা(বিয়ে) স্বামী-স্ত্রী উভয়কে সকল প্রকার লজ্জাজনক কাজ থেকে দুর্গবাসীদের মতোয়বাচিয়ে রাখে । (মুফরাদাত)"তবে এই পবিত্র কর্ম পালন করতে গিয়ে মাঝে মাঝে কিছু কু-প্রথা মানা হয়। যা কিনা অনুচিত। আসুন নবীগণের (আলাহিসসালাতু আসসালাম) এই সুন্নাত কে সুন্নাত তরীকায় পালন করি।বিবাহে প্রচলিত কু-প্রথা:-0১. চন্দ্র বর্ষের কোন মাসে বা কোন দিনে অথবা বর/কনের জন্ম তারিখে বা তাদের পূর্ব পুরুষের মৃত্যুর তারিখে বিবাহ শাদী হওয়া অথবা যে কোন শুভ সৎ কাজ করার জন্য ইসলামী শারী’য়াতে বা ইসলামী দিন তারিখের কোন বিধি নিষেধ নেয়। বরং উপরিউক্ত কাজগুলো বিশেষ কোন মাসে বা যে কোন দিনে করা যাবে না মনে করাই গুনাহ।0২. বিবাহ উৎসবে অথবা অন্যযে কোন উৎসবে পটকা-আতশবাজি ফুটান,অতিরিক্ত আলোকসজ্জা করা, রংবাজী করা বা রঙ দেওয়ার ছড়াছড়ি ইসলামের দৃষ্টিতে অবৈধ ও অপচয়।

Post Top Ad

Your Ad Spot

Pages