Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 8, 2018

ক্রিকেটে ফিরছেন ক্লার্ক?

তিল কে তাল বানিয়ে ছেড়েছে অস্ট্রেলীয় কিছু সংবাদমাধ্যম। টেস্ট ক্রিকেটে ফিরছেন সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্ক-এমন গুজব ছড়ানো হয়েছে কোনও কিছুর ভিত্তি ছাড়াই। সাবেক অসি ক্রিকেটার অবশ্য মিথ্যা খবরেরজাল বুনতে দেননি বাকিদের। সাফ জানিয়ে দিয়েছেন, এমন কোনও প্রস্তাবই দেননি ক্রিকেট অস্ট্রেলিয়াকে।বল টেম্পারিং ইস্যুতে স্টিভেনস্মিথকে নিষিদ্ধ করা হয়েছে কয়েক দিন আগে। একই ইস্যুতে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারও রয়েছেন নিষেধাজ্ঞার খড়গে। তাই সাবেক ক্রিকেটার হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে সহায়তা করতে চেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সেটা ‘যে কোনওভাবেই’ হোক- আর এখান থেকেই তৈরি হয়েছে যাবতীয় গুজবের।এর মানে যে ক্রিকেটে ফেরা নয়-তা পরিষ্কার করে দিতে টুইটারে পোস্ট করেছেন মাইকেল ক্লার্ক, ‘প্রতিবেদনটি খাপছাড়া। আমাকে পরিষ্কার করতে দিন- আমি জেমস সাদারল্যান্ডকে ক্রিকেটে ফেরার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেইনি। আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকেবার্তা দিয়েছি- যে কোনওভাবে অস্ট্রেলিয়াকে সহায়তা করার কথা বলেছি। তার মানে অনূর্ধ্ব-১৪ দলকে সহায়তা করার বিষয়টিও হতে পারে।’নিউজ করপের করা গুজবের সেই রিপোর্টটিতে আরও বলা ছিল, ভারতে আইপিএল চলাকালে নেটে অনুশীলনেও নেমে পড়বেন ক্লার্ক। এর জবাবে অসি এই তারকা বলেছেন, ‘আমি ফেরার জন্যে ভারতে নেটে অনুশীলন করবো না।’তথ্যসূত্রঃ অনলাইন

Post Top Ad

Your Ad Spot

Pages