Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 10, 2018

পুরুষ এবং নারীদের যৌনতায় ভিন্নতা পরিলক্ষিত হয় !

সভ্যতার শুরু থেকেই পুরুষ এবং নারীদের যৌনজীবন ও তাদের যৌনতা নিয়ে নানা বিতর্ক চলে আসছে। নারীরা এটা পছন্দ করে না, তো পুরুষরা ওটা। নারী খুশি তো পুরুষ বেজার। আবার উল্টোভাবে বললে পুরুষ খুশি তো নারী বেজার। সঙ্গীকে নিয়ে দু'জনের একসঙ্গে খুশি হবার মতো ঘটনা খুবই কম, অন্তত গবেষকদের মতে।দীর্ঘদিনের গবেষণার পর নারী-পুরুষের যৌনজীবন নিয়ে শেষ পর্যন্ত এই তথ্য সামনে এল যে ৪৫ শতাংশ পুরুষ খুব দ্রুত যৌন উত্তেজনা সম্পন্ন করে ফেলতে চান। আর এতে অখুশি থাকেন তার সঙ্গীনি। এমনকি গবেষণা থেকে এই তথ্য সামনে এসেছে যে অধিকাংশ পুরুষ ২-৫ মিনিটের মধ্যে নিজেদের যৌনক্রিয়া সম্পন্ন করে ফেলেন।বিখ্যাত লেখক হ্যারি ফিস্ক নিজের নতুন বই 'দ্য নিউ নেকডঃ দ্য আলটিমেট সেক্স এডুকেশন ফর গ্রোন আপ'- এ এই তথ্যই সামনে এনেছেন। লেখকের মত অনুযায়ী মহিলাদের যৌন আবেদন তৈরি হওয়ার পূর্বেই পুরষদের যৌনক্রিয়া সম্পন্ন হয়ে যায় এবং সেই কারনেই বিশ্বে স্বামী-স্ত্রী'র মধ্যে দাম্পত্য জীবনে বেশি সমস্যার সৃষ্টি হয়।১৯৪০ থেকে ১৯৫০ সালের দীর্ঘ ১০ বছর এই বিষয় নিয়েগবেষণা করেছিলেন অ্যালফ্রেড কিন্সে এবং তার রিপোর্ট থেকে জানা গেছে যে বেশিরভাগ পুরুষ মাত্র দুই মিনিটের মধ্যে নিজেদের যৌন ইচ্ছা পূরন করে ফেলার চেষ্টা করে থাকেন। এই বিষয়ে আরও কিছু তথ্য জানিয়ে ফিস্ক বলেছেন যে, এই বিষয়ে স্বামী ও স্ত্রীর যৌথ আলোচনা করে সমস্যা মেটানো প্রয়োজন। এক্ষেত্রে কার যদি কোন প্রকার সমস্যা থাকে সেটির যথাযথ ট্রিটমেন্ট করে নেয়া প্রয়োজন।অন্যথাযৌন আবেদনের এই সমস্যা থেকে মানসিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে।

Post Top Ad

Your Ad Spot

Pages