Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 27, 2018

নেই তুমি - ওয়ারফেজ (Nei Tumi- Warfaze)

শিরোনামঃ নেই তুমিকন্ঠঃ বালামব্যান্ডঃ ওয়ারফেজঅ্যালবামঃ আলোনেই তুমি লিরিক্সজোছনার আলোর মত এসেছিলে তুমিরংধনুর রং হয়ে এঁকেছিলে ছবিহঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবিমেঘে ঢেকে গেল আমার এই পৃথিবীনিঃসঙ্গ আজ এই যে আমিখুজে ফিরি আজো কোথায় তুমিনদী যেমন মেশে মোহনায়তেমনি আছো তুমি মনের আয়নায়মনে পড়ে সেই দিনগুলো, আনমোনে বলতে তুমিযাবে না আমায় ফেলে কভু অন্য ভুবনেহঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবিমেঘে ঢেকে গেল আমার এই পৃথিবীনিঃসঙ্গ আজ এই যে আমিখুজে ফিরি আজো কোথায় তুমিনদী যেমন মেশে মোহনায়তেমনি আছো তুমি মনের আয়নায়একসাথে কত তারাগনা, অভিমানে নীরবতাকখনো বা আবেগে শুধু জড়াতে আমায়হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবিমেঘে ঢেকে গেল আমার এই পৃথিবীনিঃসঙ্গ আজ এই যে আমিখুজে ফিরি আজো কোথায় তুমিনদী যেমন মেশে মোহনায়তেমনি আছো তুমি মনের আয়নায়জোছনার আলোর মত এসেছিলে তুমিরংধনুর রং হয়ে এঁকেছিলে ছবিহঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবিমেঘে ঢেকে গেল আমার এই পৃথিবীনিঃসঙ্গ আজ এই যে আমিখুজে ফিরি আজো কোথায় তুমিনদী যেমন মেশে মোহনায়তেমনি আছো তুমি মনের আয়নায

Post Top Ad

Your Ad Spot

Pages