Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 21, 2018

সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা: শাকিব

কলকাতার আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে ঢালিউড অভিনেতা শাকিব খান বলেছেন, সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা আর আমি ওরবাবা। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য হুহহু তোলে ধরা হলো:প্র: কলকাতা কেমন লাগছে?উ: আমার তো কখনও আলাদা মনেই হয় না। মহিষাদলে যখন শুট করতে গেলাম, ওখানেও তো অনেক রাজবাড়ি আছে, তখনই আমার সঙ্গের লোকেদের বলেছিলাম যে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও পার্থক্য ধরা পড়ে না আমার চোখে।প্র: দুই দেশ তো একই ছিল...উ: সবই তো এক। ভাষা এক, কৃষ্টি-কালচার এক...ওখানেও পহেলা বৈশাখ হয়, এখানেও হয় (হাসি)।প্র: আপনাদের ওখানে তো পয়লা বৈশাখ খুব বড় করে হয়। এ বছর আপনার কী প্ল্যান?উ: ঢাকায় থাকব না তো। ‘ভাইজান’-এর শুটিংয়ে লন্ডনে যাব। গত দু’-তিন বছর ধরেই এ রকম চলছে...এই সময়টায় আউটডোরগুলোপড়ছে। তবে পহেলা বৈশাখের সৌন্দর্য দেখতে হলে বাংলাদেশেই যাওয়া উচিত। ঢাকাবিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্টরা আলপনা সাজায় রাস্তায় রাস্তায়...আনবিলিভেবল!(‘ভাইজান’-এর পোস্টার শুটের মাঝেই ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এসেছিলেন শাকিবেরপ্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।বছর দুইয়ের় সুপারকিউট আব্রাহামকে নিয়ে মেতে উঠলেন শ্রাবন্তী, পায়েল, হিমাংশু ধানুকা-সহ সেটের সকলেই!)প্র: ছেলে তো খুব ছোট। আপনি এত আউটডোরে থাকেন, ও আপনাকে মিস করে না?উ: করে তো বটেই। আমিও ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে...প্র: আপনাদের দেখে কিন্তু বিচ্ছেদের কোনও তিক্ততা নজরে এল না...উ: সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রাহামের মা আর আমি ওর বাবা। ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা শিলিগুড়ি যাবে, একটা মানতছিল, সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।প্র: বাংলার সুপারস্টার অর্থাৎ, প্রসেনজিৎ, দেব, জিৎদেরমাঝেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন আপনি। কোথাও একটা টেক্কা দেওয়ার মনোভাব রয়েছেকি?উ: আমি এ ভাবে দেখি না। কো-প্রোডাকশনে কাজ করার ব্যাপারটা কিন্তু আজকের নয়। মিঠুনদা যখন ইয়ং সুপারস্টার ছিলেন, তখন ‘অন্যায় অবিচার’ করেছিলেন কো-প্রোডাকশনে। বাংলাদেশের সঙ্গে তো মুম্বইয়েরও যৌথ প্রযোজনা হয়েছে। গ্লোবালাইজেশনের যুগে আন্তর্জাতিক জায়গায় নিজেদের নিয়ে যেতে চাইলে বড় বাজেটের দরকার হয়। একা করতে গেলে অনেকটা ঝুঁকির ব্যাপার থাকে। দুই দেশ এক হলে তখন মার্কেটটা বড় হয়। ওভারসিজ মার্কেটটাও ধরা যায়।প্র: দেব বা জিতের সঙ্গে আপনার দেখা হয় বা কথা হয়?উ: হ্যাঁ, হ্যাঁ! যখন ওদেশের আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ছিলাম, তখন এক বার ওঁরা সবাই গিয়েছিলেন। বুম্বাদা...জিৎ... তখন ভাল করে আলাপ হল। তার পরেও দু’বার দেখা হয়েছে।প্র: পয়লা বৈশাখে এখানে ‘কবীর’ আসছে। ক’দিন পরেই ‘দৃষ্টিকোণ’। ‘চালবাজ’ কতটা চাপে থাকবে?উ: ভারতে তো অনেক ভাষায় অনেক রকম ছবি হয়। অন্য ছবি রিলিজ করতেই পারে। দর্শকের যেটা ভাল লাগবে, সেটাই তো তাঁরা দেখবেন।প্র: কমার্শিয়াল ছবির কাজই করছেন। অন্য ধারার ছবি নিয়ে কিছু ভাবছেন না?উ: অবশ্যই! এখন থেকে ঠিক করেছি এত ছবি করব না। হাতে গোনা ভাল প্রজেক্টই করব।

Post Top Ad

Your Ad Spot

Pages