Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 23, 2018

সঙ্গীর সাথে যে আচরণগুলো কখনোই করবেন না

অহরহ অনেকের অভিযোগ আছে স্ত্রী বা প্রেমিকার সঙ্গে বনিবনা হয় না।দিনের শুরু থেকে দিনের শেষভাগ পর্যন্ত ঝগড়া কেটে যায়। তবে আপনি জানেন, কী কারণে সঙ্গীর সাথে আপনার ঝগড়া হয়।হ্যাঁ সঙ্গীরসাথে যত সমস্যা সবই আচরণগত।প্রথম সঙ্গীর সাথে ভালো আচরণ করতে হবে। সম্পর্ক ভালো রাখতে হলে ভালো আচরণের কোনো বিকল্প নেই।আসুন জেনে নেই আপনার কোন আচরণগুলো সম্পর্ক ভালো রাখবে.. .ভালো আচরণসঙ্গীর সাথে সব সময় ভালো আচরণকরতে হবে।যেমন যদি কোনো কারণে আপনার মেজাজ খারাপ থাকে তবে সেটি সঙ্গীর ওপরে ঝাড়বেন না। সব কিছু শেয়ার করুণ।মোবাইল ওয়েটিংমোবাইল ওয়েটিং কেন, কার সঙ্গেকথা বলছ, সারা দিন কী কথা বলেই কাটাও।এ ধরনের আচরণ কখনোই করবেন না।ঠাণ্ডা মাথায় জিজ্ঞাসা করুন।খারাপ গালাগাল দেয়াসঙ্গীকে কখনোই গালাগাল দেবেন না।কোনো সমস্যা হলে ভদ্রতা বজায় রেখে কথা বলুন।কখনোই শ্বশুরবাড়ি লোকজনকে গালাগাল দেবেন না।শ্বশুরবাড়ির মেহমানশ্বশুরবাড়ির মেহমান এলে কখনোই বিরক্ত হবেন না। এটি নারীরা একদম পছন্দ করেন না।সাধ্যের মধ্যে মেহমানদের আপ্যায়ন করুন, ভালো আচরণ করুন।বিশেষ দিন ভুলে যাওয়াবিবাহবার্ষিকী,স্ত্রী ও সন্তানের জন্মদিন অনেকে ভুলে যান।এটি মোটেই ঠিক নয়।শত ব্যস্ততার মাঝে বিশেষ দিনগুলোআপনাকে মনে রাখতেই হবে।রাস্তায় অপেক্ষাকখনোই সঙ্গী যেন আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে না থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।যদি কোনো দিন দেখা করার কথা থাকে তবে নিজে আগে যাওয়ারচেষ্টা করুন।বিশ্বাসসঙ্গীকে কখনোই অবিশ্বাস করবেননা।মনে রাখবেন মনে অবিশ্বাস ঢুকলে প্রেম ও সংসার ঠেকানো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে।

Post Top Ad

Your Ad Spot

Pages