Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 9, 2018

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

1. কারেন্ট কাকে বলে?পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটিনিদ্রিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। ইহাকেI বা i দ্বারা প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার (A বা Amp.)অথবা কুলম্ব/সেকেন্ড ।2. ভোল্টেজ কাকে বলে?পরিবাহী পদার্থের পরমাণুগুলির মুক্তইলেকট্রন সমূহকেস্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন সেই বল বাচাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। একে V দ্বারাপ্রকাশ করা হয় এর একক Volts.3. রেজিষ্ট্যান্স কাকে বলে?পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময়পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে উহাবাধাগ্রস্ত হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রোধ বারেজিষ্ট্যান্স বলে। এর প্রতীক R অথবা r, আর একক ওহম(Ω)।4. ট্রান্সফরমারট্রান্সফরমার একটি ইলেক্ট্রিক্যাল মেশিন যেটি পরিবর্তনশীলবিদ্যুৎকে (Alternating current) এক ভোল্টেজ থেকেঅন্য ভোল্টেজে রূপান্তরিত করে। ট্রান্সফরমার স্টেপআপ অথবা স্টেপ ডাউন দুই ধরনের হয়ে থাকে এবং এটিম্যাগনেটিক ইন্ডাকশন (Magnetic induction) নীতি অনুসারেকাজ করে। ট্রান্সফরমারে কোন চলমান/ঘূর্ণায়মান অংশ থাকেনা, এটি সম্পূর্ণ স্থির ডিভাইস। ট্রান্সফরমারে দুটি উইন্ডিং থাকে,প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং । প্রাইমারি ওয়াইন্ডিয়েভোল্টেজ প্রদান করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবংম্যাগনেটিক ফ্লাক্স আয়রন কোরের মধ্য দিয়েসেকেন্ডারি ওয়াইন্ডিয়ে যায় এবং সেখানে ম্যাগনেটিকফিল্ড তৈরি হয়। যার ফলশ্রুতিতে সেকেন্ডারি কয়েলেভোল্টেজ পাওয়া যায়। ট্রান্সফরমারের ভোল্টেজপরিবর্তনের হার প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যার হারের উপর নির্ভর করে। তবে মনে রাখবেন,ট্রান্সফরমার শুধু ভোল্টেজের পরিবর্তন ঘটায় কিন্তু পাওয়ারও ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত থাকে। পাওয়ার ঠিক থাকে তাইভোল্টেজ পরিবর্তনের জন্য কারেন্টেরওপরিবর্তন হয়।5. ট্রান্সফরমেশন রেশিওউত্তরঃ ট্রান্সফরমারের উভয় দিকের ইন্ডিউসড ভোল্টেজএবং কারেন্ট ও কয়েলের প্যাচের সংখার সাথে একটিনিদ্রিস্ট অনুপাত মেনে চলে, ইহাই ট্রান্সফরমেশন রেশিও বাটার্ন রেশিও। ইহাকে সাধারণত a দ্বারা প্রকাশ করা হয়,অর্থাৎ a = Ep/Es = Np/Ns = Is/Ip6. ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমারCT (Current Transformer) এটি সাধারণত কমরেঞ্জের মিটারদিয়ে সার্কিটের বেশি পরিমান কারেন্ট পরিমাপ করার জন্যব্যবহার করা হয়। PT (Potential Transformer) এটি সাধারণত কমরেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান ভোল্টেজপরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। CT ও PT এভাবে ব্যবহারকরা হলে এগুলোকে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার বলে।7. সার্কিট ব্রেকারসার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যেটি দ্বারাইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করাহয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষনযন্ত্র হিসাবে কাজ করে। ওভার লোড বা শর্ট সাকিট দেখাদিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিকাল সার্কিটকে সরবরাহথেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকারস্বয়ংক্রিয়ভাবে সার্কিটে সংযোগ করেনা ।8. আইসোলেটরবৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করেট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোডঅবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটরব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যাঅফলাইনে অপারেটিং করা হয়।

Post Top Ad

Your Ad Spot

Pages