Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 20, 2018

স্মার্টফোনে ১০ সেকেন্ডেই ফুল চার্জ

স্মার্টফোনে ব্যাটারির ক্যাপাসিটি যত বেশি, ফোন চার্জ হতে তত বেশি সময় নেয়। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা এমন এক ধরনের উপাদান দিয়ে ব্যাটারি তৈরি করেছেন যা দ্রুত স্মার্টফোনকে চার্জ জোগাবে। বিজ্ঞানীদের দাবি মাত্র ১০ সেকেন্ডেই চার্জ হবে স্মার্টফোন। দ্রুত চার্জ হওয়ার জন্য বিজ্ঞানীরা ফোনের ব্যাটারিতে ব্যবহার করেছেন গ্রাফাইন। এই গ্রাফাইন সমৃদ্ধ ব্যাটারি নিমিষেই চার্জড করবে ফোন।বিজ্ঞানীদের দাবি, লিথিয়াম-আয়ন জাতীয় ব্যাটারি থেকে কয়েক’শ গুণ তাড়াতাড়ি বিদ্যুৎ গ্রহণ করতে সক্ষম এই ব্যাটারি। লিথিয়াম-আয়নে থাকা সিলিকন ক্যাথডের থেকে ১৪০ গুণ দ্রুত ইলেক্ট্রন নাড়াচাড়া করে এর ভেতরে। ফলে ১২ নয়, ১০ সেকেন্ডেই হয়ে যাবে ফুল চার্জ।স্যামসাং ইতিমধ্যে গ্রাফিন জাতীয় ব্যাটারির কাজ শুরু করে দিয়েছে। তাদের ফোনের ব্যাটারি ১২ সেকেন্ডে পরিপূর্ণ চার্জ হবে। কার্বনের প্রকারভেদ এই গ্রাফিন আমাদের নিত্য প্রয়োজনীয় একাধিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। ইন্টারনেটের গতি বৃদ্ধি থেকে পরিশ্রুত জল তৈরি, গ্রাফিনের বিবিধ ব্যবহার।

Post Top Ad

Your Ad Spot

Pages