Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 19, 2018

যেসব পুরুষ যৌনতায় অজ্ঞ সেইসব পুরুষদের জন্য এই ৫টি সুপার টিপস

যেসব পুরুষ যৌনতায় অজ্ঞ সেইসব পুরুষদের জন্য এই ৫টি সুপার টিপসমানব-মানবীর প্রেম নিয়ে অনেক গবেষণা চলছে। কিন্তু তাতে দেখা গিয়েছে অনেক কিছুই মেয়েরা জানে, ছেলেরা নয়। এখনে সেরকমই কিছু তথ্য তুলে ধরা হল।পুরুষদের জন্য যৌন টিপস১। পুরুষ বেশি ঘরের কাজ করলে মিলনে উৎসাহ কমে যায়। বাড়িতে রান্নাবান্না বা বাসনপত্র ধোয়ার কাজ করেন যেসব পুরুষ, মিলনের ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ কম দেখা যায়।২।সন্তানজন্ম দেওয়ার পরে মিলনের বিষয়ে ৬ সপ্তাহ অপেক্ষা করতে বলেন চিকিৎকরা। একটি গবেষণায় দেখা গিয়েছে, ৬ সপ্তাহ পরে ৬৫ শতাংশ ক্ষেত্রে নারী প্রস্তুত থাকলেও পুরুষ নির্লিপ্ত থাকে।
৩। পিতৃত্ব লাভের পরে পুরুষের যৌনজীবনেও পরিবর্তন আসে। সাধারণ ক্লান্তি ছাড়াও বাচ্চার খেয়াল রাখতে গিয়ে ঘুম কম হওয়ায় পুরুষদের মিলনের উৎসাহ কমে যায়। সুতরাং, বেশ কিছুটা সময়ে তারা নিরাসক্ত থাকেন।৪। মর্নিংওয়াকে যেতে হবে বলে অনেকে রাতের মিলন এড়িয়ে যায়। কিন্তু, যৌন মিলনের ফলে পুরুষের ক্ষেত্রে মিনিটে গড়ে ৪.২ ক্যালোরি এবং নারীর ক্ষেত্রে ৩.১ ক্যালোরি ক্ষয় করেযৌন মিলন। অর্থাৎ এটা দৌড়ানোর মতো ভাল ব্যায়াম না হলেও হাঁটার চাইতে ভাল।৫। নারীর ওভিউলেশন বাডিম্বপাতেরসময়ে তাঁরা মিলনে বেশি ইচ্ছুক থাকেন। কিন্তু অধিকাংশ পুরুষ এই সময়টার জন্য প্রস্তুত থাকেন না। ফলে, গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়।

Post Top Ad

Your Ad Spot

Pages