Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 20, 2018

ফেসবুকের তথ্য ফাঁস রোধে ‘সিক্রেট পুলিশ’

স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন সংস্থার কর্মীরাই। সেই জালিয়াতদের ধরতে ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ ‘সিক্রেট পুলিশ’ কাজে লাগিয়েছেন। ফেসবুকের গোপন তথ্য বা পণ্য নিয়ে গোপনরণকৌশলের কথা বাইরে বের করে দেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।মার্ক জুকারবার্গ কমীদের সঙ্গে নানা অপ্রকাশিত পণ্য ও রণকৌশল নিয়ে আলোচনা করেন। সেরকমই একটি বৈঠকের সময় জুকারবার্গ প্রথম জানান, ফেসবুকের ভিতরের তথ্য বাইরে ফাঁস হচ্ছে। আমরা অপরাধীদের ধরব। তার এক সপ্তাহের মধ্যে জুকারবার্গ এক কর্মীকে সংস্থা থেকে সরিয়ে দেন।সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশ, প্রতিসপ্তাহে কোম্পানির হাজার হাজার কর্মচারির সঙ্গে জরুরী বৈঠক করেন মার্ক জুকেরবার্গ৷ মাঝে মধ্যেই সেই বেঠকে আলোচিত তথ্য ফাঁস হয়ে যেত সোশ্যাল মিডিয়ায়৷ তথ্য ফাঁস হওয়া আটকাতে কর্মচারিদের সাবধানও করে দেওয়া হয়৷ ভয় দেখানো হয় ধরা পড়লেচাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে৷ কিন্তু সেই হুমকিতেও কোনও কাজ হয়নি৷ তথ্য ফাঁস হয়েই যাচ্ছিল৷পাচারকারীকে ধরতে পুলিশকে এই কাজের দায়িত্ব দেন৷ পুলিশ চুপিসারে কোম্পানির কর্মচারিদের উপর নজর রেখে চলেছিল৷ তবে বেশিদিন তাদের নজর এড়িয়ে থাকতে পারেনি তথ্য পাচারকারী৷ সিক্রেট পুলিশের হাতে ধরাই পড়ে যায়৷ তবে সেই ব্যক্তির নামপরিচয় জানানো হয়নি৷

Post Top Ad

Your Ad Spot

Pages