Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 1, 2018

Google এর মাধ্যমে চেক করে নিন, আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা!

আমাদের মধ্যে যাদের ওয়েবসাইট আছে,তারা এটা ভালো করি জানি যে, গুগলেওয়েবসাইট সাবমিট না করলে ভালোকোনো ফলাফল পাওয়া যায়না। কেননা এরমাধ্যমেই একটি ওয়েবসাইটের এসইও করা হয়এবং সাধারণ ভিজিটরের কাছে গুগলসাইটটি পৌছে দেয়। যার মাধ্যমেআমাদের সাইটটি সকলের কাছে পরিচিতহয়ে উঠে। যাকে বলে গুগল সার্চ ইনডেক্স।তবে গুগলে ওয়েবসাইট সাবমিট করতেগুগলের কিছু নিয়মনীতি আছে, তারমধ্যেগুরুত্বপূর্ণ হলো আপনার ওয়েবসাইটটিমোবাইল ফ্রেন্ডলি কিনা। তো এই বিষয়েআমরা আজকে এই পোস্টের মাধ্যমেশিখবো তাও আবার গুগলেরই সাহায্য নিয়।তো বিষয়টি বুঝার জন্য ভালো করে নিচেফলো করুন।আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলিকিনা দেখতেপ্রথমে এই লিংকে ক্লিককরুন।তারপর দেখুন নিচের স্ক্রিনশটের মতপেজ আসবে।

এইবার উপরের স্ক্রিনশটের মত বক্সেআপনার ওয়েবসাইটটির লিংক টাইপ করুন।(যেমনঃ আমি এখানে আমার ওয়েবসাইটwww.banglarapps.epizy.com লিংকদিয়েছি।) তারপর। “Run Test” বাটনে ক্লিককরুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুনলোডিং হবে। ভেরিফিকেশন ক্যাপসারবক্স আসতে পারে তা পূরণ করুন। তারপরদেখুন নিচের স্ক্রিনশটের মত একটা পেজএসেছে।

Post Top Ad

Your Ad Spot

Pages