Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 10, 2018

কিছুকমন বৈশিষ্ট্যদেখে চিনে নেই সত্যিকারের ভদ্র মেয়ে

১) ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাকনিয়ে খুব সচেতন থাকে। এমন কিছুপরে না যাতে করে বাহিরের কেউ চোখতুলে তাকাতে সাহস করে।অনেকে বোরখা পরতে স্বাচ্ছন্দ্যবোধকরে।২) ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুবসিরিয়াস থাকে। তারা সচারচর প্রেমেজড়াতে চায়না, কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায়,তাহলে মন প্রাণদিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে।৩) ভদ্র মেয়েরা সবসময় বন্ধু, পরিবারএবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয়।একটিরজন্য অপরটির উপর প্রভাব পড়ুকতা তারা চায়না। যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয়বেশি।৪) ভদ্র মেয়েদের রাগ একটু বেশি। যার উপররেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয়।মনে কোনও রকম রাগ, হিংসে লুকিয়ে রাখে না।এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধিওপেয়ে বসে।৫) ভদ্র মেয়েদের রাগেরঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়-ফ্রেন্ডকে। এরা রেগে থাকলে অযথা বয়-ফ্রেন্ডকে ঝাড়ে। পরবর্তীতে নিজেদেরভুল বুঝতে পেরে সরি বলে। যে মেয়ে তারবয়-ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তারবয়-ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে।৬) ভদ্র মেয়েরা সাধারণতফেসবুকে ছবি আপলোড দেয় না। যদি দেয়তাহলে প্রাইভেসি দিয়ে রাখে।ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা ১০০হাত দূরে থাকে।৭) ভদ্র মেয়েদের বন্ধু/বান্ধবেরসংখ্যা খুবসীমিত থাকে।৮) ভদ্র মেয়েরা আড্ডা বাজিতে খুবএকটা যেতে চায় না। যার জন্য তাদের বন্ধু/বান্ধবথেকে ভাব্বায়ালি/আনকালচার খেতাব পেতে হয়।৯) ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতিআগ্রহবেশি। তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছেরমানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না।১০) ভদ্র মেয়েরা সাধারণ ঘরকুনো স্বভাবেরবেশি হয়।১১) ভদ্র মেয়েদের কাছে পরিবারেরসম্মানটুকুসবার আগে। তারা পরিবারের সম্মানেরবিরুদ্ধে কোনও কাজ কখনও করে না।

Post Top Ad

Your Ad Spot

Pages