Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 1, 2018

জনসংখ্যার প্রায় অর্ধেক ইন্টারনেট গ্রাহক

দেশে মোট কার্যকর ইন্টারনেট সংযোগ সংখ্যা আট কোটি পেরিয়েছে গত নভেম্বরে। এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে আট কোটি চার লাখ ৮৪ হাজারে।দেশে এখন যে পরিমাণ ইন্টারনেট গ্রাহক রয়েছে তাতে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। ২০১৬ সালের বিশ্ব ব্যাংকের হিসাবে দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার ৫৬০ জন।গত এক মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে তিন লাখ ১৭ হাজার বলে জানিয়েছেবাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।রোববার সংস্থাটি ইন্টারনেট সংযোগের সর্বশেষ যে হিসাব প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে, ডিসেম্বর মাসের শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ আট কোটি চার লাখ ৮৩ হাজার।বিটিআরসির প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের শেষে দেশে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত আছে সাত কোটি ৫০ লাখ ৫০ হাজার সিম। আইএসপিদের সংযোগ সংখ্যা ৫৩ লাখ ৪৪ হাজার। অন্যদিকে মৃত প্রায় ওয়াইম্যাক্সেরসংযোগ আছে ৮৯ হাজার।ছবি : সংগৃহীতএর আগে গত বছরের নভেম্বরে আট কোটি, এপ্রিলে সাত কোটির মাইলফলকে পৌঁছায় দেশ। জুলাই মাসে ছয় কোটি ইন্টারনেট সংযোগের ল্যান্ডমার্কে পৌঁছায় দেশ।তারও আগে ২০১৫ সালের আগস্টে পাঁচ কোটিএবং ২০১৪ সালের সেপ্টেম্বরে চার কোটি মোবাইল ইন্টারনেট সংযোগ হয় দেশে।বিটিআরসি মোবাইল ইন্টারনেটের সংখ্যাআলাদা করে প্রকাশ করলেও এর মধ্যে থ্রিজি সংযোগ কত রয়েছে সে হিসাব কখনোই প্রকাশ করে না।

Post Top Ad

Your Ad Spot

Pages