Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 24, 2018

4G/LTE Only করে রেখেছেন তাদের জন্য তথ্য

যারা #4G কভারেজের আওতায় রয়েছেন এবং Network Mode/Preferred Network Mode: 4G/LTE Only করে রেখেছেন তাদের জন্য ছোট্ট একটি তথ্য। কি জানি হয়তো তথ্যটিকাজেও আসতে পারে।Network Mode: 4G/LTE Only করে রাখা অবস্থায় ভয়েস কল/মেসেজ সার্ভিস উপভোগকরতে পারবেন না। ভয়েস কল/মেসেজ সার্ভিস উপভোগ করতে পুনরায় Network Mode: 2G/3G/WCDMA/4G/LTE (Auto) অথবা 2G Only/3G Only/WCDMA অথবা 2G/3G Only Mode সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া 4G কভারেজে থাকা অবস্থায় ভয়েস কলের ক্ষেত্রে কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ পেতে অতিরিক্ত ১০ সেকেন্ড বেশি সময় গুনতে হবে। কারণ বর্তমানে 4G নেটওয়ার্কে ভয়েস কল/মেসেজ সার্ভিস প্রযোজ্য নয়, শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস প্রযোজ্য। উল্লেখ্য যে, ভয়েস কলের ক্ষেত্রে 4G নেটওয়ার্ক কনভার্ট হয়ে 2G/3G নেটওয়ার্কে রুপান্তরিত হয়।

Post Top Ad

Your Ad Spot

Pages