Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 30, 2017

পুরুষদের যৌন ইচ্ছা কমে যায় ৩৯ বছরে

৩৯ বছরের পর থেকে পুরুষদের যৌনচাহিদা কমে যেতে থাকে। সম্প্রতি মার্কিনযুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে এমন তথ্যসামনে এসেছে। তাঁরা দেশের এক হাজার পুরুষেরমধ্যে সমীক্ষা করে এই তথ্যটি পেয়েছে।পুরুষদের বয়স ৩৯ হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদেরমধ্যে পিতৃত্বভাব বেশিমাত্রায়চলে আচে এবং যৌনতারচাহিদা ধীরে ধীরে কমে যাতে থাকে। এ আবেদনকমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ জড়িত রয়েছে। এরসব কিছুই অবশ্য বয়সের সংখ্যানির্ভরনয়। পুরুষের চুলপেকে যাওয়া এবং মুখের বলিরেখা, বিশেষকরে থুতনির নিচের ভাঁজ এ ক্ষেত্রে অন্যতম প্রভাবকহিসেবে কাজ করে বলে গবেষণায় উঠে এসেছে। এরসঙ্গে অস্বাস্থ্যকর জীবন যাপন করা, অতিরিক্ত মেদেরবৃদ্ধি, খুব বেশি অ্যালকোহল পানও পুরুষের যৌনচাহিদা কমিয়ে দেয়, এটাওজানা গিয়েছে সমীক্ষা থেকে। যে সমস্ত পুরুষ সুস্থ্এবং নিয়ন্ত্রিত জীবনযাত্রা পালন করেন তাদের যৌনচাহিদা খুব দ্রুত শেষ হয়ে যায় না।প্রকৃতপক্ষে টেস্টোস্টেরন হরমোনেরক্ষরন যতকমে যেতে থাকে স্বাভাবিকভাবে যৌনচাহিদা কমে যায়। এই ক্ষেত্রে বয়স যেমন গুরুত্বপূর্ণএকটি প্রভাব বিস্তার ফেলে, অন্যদিকে স্বল্পমাত্রায়হলেও জীবনযাত্রাও প্রভাব বিস্তার করে।

Post Top Ad

Your Ad Spot

Pages