Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 22, 2017

¤জীবনের বানী ¤ সবাইকে পড়ার জন্য অনুরোধ করলাম

আমার লেখা কিছু কথা।**জীবনটা অনেকটা কুয়াশার মত।বেশি কুয়াশা হলে যেমন সামনেরপথগুলো চলা কষ্টকর হয়ে উঠে,তেমনি জীবনে কষ্ট বেশি হলেসুখের দিনগুলিকে খোঁজে পাওয়া আরওবেশি কষ্টকর হয়ে ওঠে।**খুব অল্পতেই আপনভাবা মানুষগুলোর কাছথেকে অপ্রত্যাশিত কষ্ট পেলে খুবখারাপ লাগে।**মানুষের জীবনে যদি প্রতিদিনসূর্য উঠত, তাহলে তাকে অনেক ভূগতে হত।কারন মাঝে মাঝে বৃষ্টিও লাগে।না হলে তার জীবন খরার মতহয়ে যেত কোন পানির স্পর্শ ছাড়া।জীবনটাকে সতেজ রাখতে কষ্টেরদরকার।**যে ব্যাক্তি তার শত্রুর দুঃখেকাতর হয়। তারই প্রকৃত মানুষহওয়ার মনুষ্যত্ব আছে।**মন খারাপের প্রতিটি দিন মনেহয় এক একটা বছর।**যখন তুমি ছিলে তখন অনেক স্বপ্ন ছিল, আর এখন তুমি নেইস্বপ্নগুলো ধূসর রঙে অদৃশ্যহয়ে প্রতিনিয়ত আমাকে তাড়া করে।**মানুষ হচ্ছে বিভিন্নরুপধারী একটা অদ্ভুতপ্রাণী।**যে মানুষ বাঁচাল, অল্প কথাতেইহাসে বেশি, তার মনে চাপা কিছু কষ্টথাকে।যা সে কাউকে বলতে চায় না। সেইসবফেরারি কষ্টগুলো তার রাতেরঘুমটাকে হারাম করে দেয়। তার কান্না কাউকে দেখায় না। কেউবুঝতেও পারেনা যে, এই চঞ্চলমানুষটারভিতরে এত কষ্ট।**ছোট জীবনে অনেক কিছু নাওপেতে পার। তাইবলে জীবনটাকে থামিয়ে রেখো না।তা না হলে বেঁচে থাকার কোন অর্থইনেই।

Post Top Ad

Your Ad Spot

Pages