Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূরকরে টানটান করার উপায়

সবসময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্তহচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশী সহজ হয় না কারনআমাদের বেশীরভাগ সময়ই কাজের জন্যবাইরে থাকতে হয়। আর শুধুমাত্র মুখ দাগহীনথাকলেই সৌন্দর্য পরিপূর্ন হয় না। মুখেরপাশাপাশি আমাদের হাত পায়ের ও যত্ননেওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের মুখের সাথে হাত পায়ের রঙমিশে না। বিশেষ করে বেশীক্ষনরোদে পুড়লে হাতে পায়ে বাদামী ওকালো কালো এক ধরনের ছোপ পড়ে।এছাড়া হাতের আঙ্গুলেরভাজে কিছুটা কুচকে থাকার জন্য অনেক সময় হাতের আংটি অথবা চুড়ি পড়লে মানানসই হয়না। এক্ষেত্রে এই সবসমস্যা থেকে মুক্তি পেতে আমরা বাসায় বসেইকিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। এতে যেমনবাড়তি খরচ ও কম হবে আর তারসাথে সাথে সময় ও কম লাগে। তাই আজ আমরা হাত পায়ের কালো দাগ দূরীকরনেরকয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব।লেবুর রসঃ[img]http://www.style24.com.bd/wp-content/uploads/2014/06/Poushi65.jpg[/img]কালো দাগ দূর করতে লেবুর রসের তুলনাহয় না।এক্ষেত্রে বাইরে থেকে এসে প্রথমে হাতপা ভালো করে পানি দিয়ে ধূয়ে নিন। এরপরএকটা লেবু কেটে তা খোসা সহ রসভালোভাবে হাত পায়েরআঙ্গুলে ভালভাবে ঘষে নিন। এবার এভাবে ২০ থেকে ১৫রেখে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।একটা লেবু চিপে নিয়ে এর সাথে এক চামুচচিনি মিশিয়ে নিন। এবার এটা হাত পায়েরআঙ্গুলের ভাজে লাগিয়ে ১৫ মিনিটঅপেক্ষা করুন। এর পর হালকা গরম পানিদিয়ে ঘষে ঘষে তুলে নিন। এটি আপনারহাত পায়ের জন্য ন্যাচারাল স্ক্রাবহিসেবে কাজ করবে।অর্ধেক লেবুর রসের সাথে ১ চা চামুচ মধুমিশিয়ে পেষ্ট তৈরী করে নিন। এবার এইপেস্ট কালো ছোপ ও আঙ্গুলে লাগিয়ে ৩০মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর কুসুম গরমপানিতে ধুয়ে নিন। এটা আপনার হাত পায়েরপোড়া দাগ দূর করতে সাহায্য করবে।চালের গূড়া ও তরমুজের রসঃকয়েক টুকরা তরমুজ ব্লেন্ড করে এর সাথে ১টেবিল চামুচ চালের গুড়া মিশিয়ে নিন। এবারগোসল করার ১৫ মিনিট পূর্বে এটি হাতপায়ে লাগিয়ে নিন। এর পর হাতদিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে নিন।পেপে ও বেসনের পেস্টঃএকটা পাকা পেপে ভালোভাবে ব্লেন্ড করে এরসাথে ২ চামুচ বেসন মিশিয়ে নিন। যেহেতুহাত ও পায়ের চামড়া ত্বকের তুলনায়বেশী শক্ত হয় তাই এটা লাগিয়ে তুলে ফেলারসময় ভালভাবে ঘষে ঘষে তুলতে হবে। এবারগোসলের আগে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন।হলুদ গুড়াঃদাগ দূর করতে হলুদের বিকল্প নেই। প্রথমে একচামুচ হলুদ গুড়ার সাথে ১ চা চামুচ লেবুর রসমিশিয়ে পেষ্ট করে নিন। এবার এটি হাতপায়ের আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিটঅপেক্ষা করুন। ৩০ মিনিট পর লেবুর রসদিয়ে ঘষে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন। এটী আপনার হাত পায়েরকালো দাগ দূর করারসাথে সাথে ত্বককে আরো টানটান করে।এলোভেরা জেলোঃএকটা এলোভেরা কেটে জেলো বের করে নিন।এবার এটা হাত পায়ের আঙ্গুল ও আক্রান্তজায়গায় লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করে হাতপা ধুয়ে নিন। এতে করে হাত পা অনেক টানটানও মসৃণ হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages