Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 21, 2017

[লাইফস্টাইল] নতুন সম্পর্ককে এগিয়ে নেওয়ার কার্যকর উপায়টি শিখে নিন

নতুন এক গবেষণায় বলা হয়েছে, নতুন সম্পর্ককে পরিণত করতে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে হাসি। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা এ বিষয়ে গবেষণা চালিয়েছেন।গবেষকরা জানান, বেশি বেশি হাস্যরস বা কৌতুক-হাসাহাসি ইত্যাদি মানুষকেঅন্যের সঙ্গে আরো বেশি কাছের হতে আগ্রহী করে তোলে। নতুন সম্পর্কের ক্ষেত্রে একে অপরের সঙ্গে খুব সাবধানে এগোতে পারেন। কিন্তু এর মাঝে যদি হাসির উপকরণ তুলনামূলক বেশি থাকে, তবে দুজনের মধ্যে ভালোবাসা খুব দ্রুত বাড়ে। হাসির মাধ্যমে দুজনের মধ্যকার স্পর্শকাতর পার্থক্যগুলোও বেশ সহজ হয়ে উঠতে পারে।দুটো দলের মধ্যে এ নিয়ে পরীক্ষা চলে। প্রধান গবেষক অ্যালান গ্রে বলেন, যে দলটি হাস্যরসের মধ্যে সময় কাটাচ্ছিল তারা একে অপরের সঙ্গে অনেক বেশি কাছের মানুষ হয়ে ওঠেন। কিন্তু অন্য দলের সদস্যরা খুব বেশি আন্তরিক হতে পারেননি। হাসাহাসির মাধ্যমে মানব দেহে অ্যান্ডোফিনস নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যাকেবলা হয় 'লাভ হরমোন'। এই হরমোন সুখানুভূতি সৃষ্টি করে।গ্রে আরো বলেন, দেখা গেছে যে হাস্যরসমানুষকে সামাজিকভাবে আরো গ্রহণযোগ্য করে তোলে। এর মাধ্যমে মানুষ অপরের কাছে আপনজন হয়ে ওঠে। কাজেই যারা সম্পর্ক গড়তে চান তারা হাসি-আনন্দময় সময় কাটান। সূত্র : হিন্দুস্তান টাইমস

Post Top Ad

Your Ad Spot

Pages