Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 22, 2017

[লাইফস্টাইল] ছোটখাট যে দশটি জিনিসেই আপনার দিনটি হয়ে উঠতে পারে আনন্দময়

পণ্যমোহাচ্ছন্নতার এই আধুনিক যুগপর্বে খুবই বৈচিত্র্যহীন আমাদের মনুষ্যজীবন। প্রতিদিনকার যাপিত জীবনের একঘেয়েমি আমাদের ক্লান্ত করে তোলে। বৈচিত্র্যহীন যানজট, বৈচিত্র্যহীন কাজ আর কর্মস্থল কিংবা প্রতিদিনকার বৈচিত্র্যহীন সম্পর্ক যাপন, এরমধ্যেই ঘুরপাক খেতে হয় আমাদের। এর বাইরে যখন একটুখানি অন্যরকম কিছু ঘটে যায়, তখন দিনটাও হয়ে ওঠে অন্যরকম। অন্যভাবে প্রার্থিত।অনেক বড় কিছু পাওয়ার অর্থে নয়, একঘেয়েমি থেকে মুক্তি আর মুখস্থ জীবনে একটুখানি ব্যতিক্রমের জন্য মানুষের কী যে আর্তি তা আবারও ধরা পড়লো এক জরিপের কল্যাণে। সম্প্রতি এক জরিপে ৫০টি ছোট-খাটো বিষয় উঠে এসেছে যা আমাদের ভালো দিন উপহার দিতে সক্ষম। তালিকার শীর্ষে থাকা ১০টি বিষয়br /> ১. ঘুম থেকে জেগেই পাওয়া এক মিষ্টি রৌদ্রোজ্জ্বল সকাল।২. টাটকা বিছানায় ঘুমের সুযোগ।৩. অপ্রত্যাশিত কোনো এক চিঠি প্রাপ্তি।৪. পুরনো জামার পকেটে হঠাৎ করেই পাওয়া টাকা।৫. পাওনাদারের কাছে পাওয়া টাকা হঠাৎকরেই ফিরে পেলে।৬. কোন উদ্দেশ্য ছাড়াই অপরিচিত মানুষদের কাছ থেকে সাহায্য পেলে।৭. বন্ধুত্বপূর্ণ গ্রাহক সেবা পেলে।৮. দূরে কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপারে মনস্থির করলে।৯. নিজের কাজের কারণে প্রশংসিত হলে।১০. সহকর্মীর কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেলে।

Post Top Ad

Your Ad Spot

Pages