Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

মহিলাদের বয়সের সাথে বাড়ে যৌন মিলনেরআকাঙ্খা!

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মহিলাদের মিলনের আকাঙ্খা ও চাহিদা। এই সমীক্ষা প্রমাণ করে দিল, বয়সের সঙ্গে মহিলাদের যৌন আকাঙ্খা কমে বলে এতদিন যা জানা ছিল, তা ভুল। ভারতের কয়েকটি গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে।সমীক্ষা বলছে, বয়স বাড়ার সঙ্গে মহিলারা নিয়মিত সময় অন্তর মিলনের আকাঙ্খা করেন। নিউ ইয়র্কের মার্কেটিং ফার্ম লিপ্পি টেলর ও হেলদি ওয়েমেন ডট ও আর জি-র যৌথ উদ্যোগে করা এই সমীক্ষা আরও বলছে, বয়স্ক মহিলারা আরও ‘স্পাইসি সেক্সলাইফ’-এর চাহিদা মনের মধ্যে পোষণ করেন।প্রায় এক হাজার জন মহিলার উপর চালানো এই সমীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, ৫৪ শতাংশ মহিলার বয়স বাড়লে যৌনতার চাহিদা বাড়ার পক্ষে রায় দিয়েছেন। ৪৫ থেকে ৫৫ বয়স যে সমস্ত মহিলাদের, তারাই সবথেকে বেশি সেক্স নিয়ে এক্সপেরিমেন্টাল হন বলেও দেখা গিয়েছে এই সমীক্ষায়

Post Top Ad

Your Ad Spot

Pages