Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, December 31, 2017

২০১৭ সালে তিন ফরম্যাটে সেরাবাংলাদেশী ব্যাটসম্যান যারা

২০১৭ সাল যেন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য এক যুগান্তকারী অধ্যায়। ক্রিকেটীয় রণকৌশল দিয়ে এই বছরই বাংলাদেশ জায়গা করে নেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের সেমিফাইনালে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বধের মতো বিরত্বগাঁথার কাহিনিও ঘটে যায় এই বছরেই। এই বছরেই ১০০তম টেস্ট জয় পান টাইগার বাহিনী ।তাহলে একনজরে দেখেনিই, ২০১৭ সালের সেরা ৫ ব্যাটসম্যানদের তালিকাঃটেস্টঃটেস্ট ক্রিকেটীয় বিচারে টেস্টে মুশফিকই হলেন এই বছরের সেরা ব্যাটসম্যান। ৮ ম্যাচের ১৬ ইনিংসে ব্যাট করে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের রান ৭৬৬, যেখানে আছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি। ৫৪.৭১ ব্যাটিং গড় নিয়ে মুশফিকই ২০১৭ সালে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।ওয়ানডেঃএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি ১২ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট হাতে ক্রিজে নেমে করেছেন ৬৪৬ রান। ৬৪.৬০ ব্যাটিংগড়ের পাশাপাশি জ্বলজ্বল করছে দুটি শতক ও চারটি অর্ধ-শতক।টি-টুয়েন্টিঃযদিও টি-২০ তে কম ম্যাচ খেলেছে বাংলাদেশ, তুলনামূলক ভাল অবস্থানে আছে বাংলাদেশ। আর এ দিক থেকে বছরের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ৭ ম্যাচের ৭ ইনিংসে ২৩৫ রান করা বাঁহাতি ওপেনার সৌম্য সরকার । তার ব্যাটিং গড় ৩৩.৫৭।উল্লেখ্য, আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।

Post Top Ad

Your Ad Spot

Pages