Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 22, 2017

আপনি জানেনকি সত্যিকারের বন্ধুর গুনাবলি কেমনহওয়া উচিত ?

একজন বন্ধু/বান্ধবীর কারণে তোমার চরিত্রহতে পারে পবিত্র, আর আরেকজন বন্ধু/বান্ধবীর কারণে তোমার চরিত্রহতে পারে জঘন্যতম নিকৃষ্ট !যে বন্ধু তোমার কাছে অন্য বন্ধুদেরনিয়ে কুত্সা রটনা করে, তোমাকে মাদকবা খারাপ কোন কিছুর প্রতি আহবান জানায়,অশ্লীল কথা শেখায়, নিষিদ্ধ ভিডিও/ছবি দেখার আমন্ত্রণ জানায় সেসকল বন্ধুনামক শয়তানদের থেকে একশ হাত দূরে থাকাই শ্রেয় ।কারণ তুমি নিজেও জানতে পারবে না কখনথেকে সে তোমার উপর প্রভাব বিস্তারকরতে শুরু করেছে । তোমার বাবা মায়েরআদর্শ থেকে বিচ্যুত করে জাহান্নামেরদিকে নিয়ে যাওয়া একজন বন্ধুর জন্য কঠিনকিছুই নয় ।অনেক প্রবীণ বলেন- কোন ব্যক্তির বন্ধুদেখেই তার নিজের চরিত্র সর্ম্পকে অনুমানকরা যায় । তোমার বন্ধুর মানসিকতা,চলাফেরা এগুলো দেখেই তাকে কেবলবন্ধুত্বের কাতারে স্থান দিয়ো । যদি চাওকেউ তোমার চরিত্র নিয়ে কোন প্রশ্ন না তুলুক তাহলে ঐসব চরিত্রহীন বন্ধুদেরথেকে দুরে থেকো । কেননা দুষ্ট বলদেরচেয়ে শুন্য গোয়াল অনেক ভালো ।শেষ করবো একটি অমৃতবাণী দিয়ে -“তাদের সাথে বন্ধুত্ব করো যাদেরদ্বীনদারী তোমারচাইতে বেশি এবং দুনিয়াদারী তোমারচাইতে কম ।”– উসমান ইবনে হাকিম

Post Top Ad

Your Ad Spot

Pages