Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

চামড়ার ফাঁটা দাঁগকিভাবে দূরকরবেন

আপনার মত হাজারো মানুষই জানতে চায় ফাঁটা দাঁগেরপ্রতিকার কি।ফাঁটা দাঁগ ত্বকের উপরদৃশ্যমান লাইনআকারে থাকে। শরীরের বিভিন্নস্থানে ফাঁটা দাঁগ দেখা যেতে পারে। প্রধানতপেটের প্রাচীরে, কোমড়ে এছাড়া হাতে,ঘাড়ে, হাটুর পেছনে, ঊরুতে, বুকে দেখা যায়।ফাটা দাঁগ স্থূলতার কারণেও পরতে পারে আবারগর্ভাবস্থায় চামড়ার উপর যে টান পড়ে সেইকারণেও পরতে পারে। আবার শরীরে ধকলবা বড় কোনপরিবর্তন আসলে ও পানির পরিমাণকমে গেলেও ত্বকে ফাঁটা দাঁগ পরতে পারে।তাই জেনে নিন কিভাবে এই দাগ দূরকরতে পারেনঃ● এমন পণ্য ব্যবহার করুন যাতে গ্লাইকলিক এসিডআছে। এমন অনেক টোনার, ক্লিনজার ওময়শ্চারাইজার আছে যাতে গ্লাইকলিক এসিডআছে।● ভিটামিন-সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। দিনে ৩ বারফাঁটা দাঁগের উপর ব্যবহার করুন। ভিটামিন-সি সমৃদ্ধক্রিম না পেলে সাপ্লিমেন্ট ও নিতে পারেন।সেই ক্ষেত্রে সাপ্লিমেন্ট দিনে ৩ বারখেতে হবে।● প্রতিদিন ৩ বার ফাঁটা স্থানের উপরডিমের সাদা অংশ৫-১০ মিনিটের জন্য ম্যাসেজ করুন। চামড়ারযতদিনে দাগ চলে না যায় করতে থাকুন।● লেবুর একটি টুকরা নিয়ে দাগের উপরডলুন ১৫মিনিট। প্রতিদিন এটি করবেন।● বিভিন্ন ধরণের তেল মিশিয়ে ফাটা দাগের উপরঘষুন ১০ মিনিট প্রতিদিন। vitamin-E oil, lavendar oil,chamomile oil, jasmine oil, olive oil, roseoilএগুলো এক সাথে মিশিয়ে ফাঁটা দাগের উপরঘষতে হবে প্রতিদিন।● একটু খানি চিনি, লেবুর রস ওঅলিভ অয়েলমিশিয়ে স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন ফাঁটা দাগের উপর৫-১০ মিনিটের জন্য ম্যাসেজ করুন।● একটি আলুনিয়ে তা মোটা করে টুকরা করে নিন। এবার আলুরটুকরা টি ফাঁটা দাগের উপর ডলুন কিছুক্ষণ। এর রসভালোমত লাগলে ১৫ মিনিটঅপেক্ষাকরে ধুয়ে ফেলুন স্থানটি।● ঘৃতকুমারির (aloe vera) পাতা নিয়ে এর ভেতরথেকে জেলী সদৃশ অংশটি বের করে দাঁগেরউপরে লাগিয়ে ২ ঘন্টা অপেক্ষা করুন। এরপরপানি দিয়ে ধুয়ে ফেলুন।● এপ্রিকট (apricot) ফল ফাঁটা দাগের সাথে লড়াইকরতে পারে। এপ্রিকটেরবিচি ফেলে দিয়ে এর পেস্ট বানিয়ে দাগেরউপর ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন প্রতিদিন ২বার।● প্রতিদিন যথেষ্ট পরিমাণে প্রোটিনজাতীয়খাবার যেমন মাছ, ডিমের সাদা অংশ, দই, বাদাম,সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ খাবেন।এগুলো আপনার ত্বককে জলযোয়িত(hydrated) রাখবে।◆ এত কিছু করেও যদি আপনি দাগ দূরকরতে না পারেন তাহলে আপনার উচিতহবে একজন

Post Top Ad

Your Ad Spot

Pages